২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের কবরে ইসলামী ছাত্রসেনার কোরআন তেলাওয়াত,দোয়া-মিলাদ মাহফিল আয়োজন
আজ ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে এবং সকল ভাষা শহীদদের স্মরণে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে আজিমপুরস্থ ভাষা সৈনিক শহীদ বরকত, শফিউরের কবরে পুষ্পস্তবক অর্পণ করে জিয়ারত এবং কোরআন তেলাওয়াত করে ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা এম মনির হোসাইন। আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সৈয়দ আবু সাঈদ শাফিন, সাধারণ সম্পাদক শেখ ফরিদ,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এবিএম আরাফাত মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ব্রাক ইউনিভার্সিটির মেধাবী ছাত্র তালহা তালকি আলম এবং ছাত্রসেনা মতিঝিল, সবুজবাগ, লালবাগ থানার অন্যান্য নেতৃবৃন্দ।