শহীদ হালিম দিবস উদযাপন উপলক্ষে ইসলামী ছাত্রসেনার অালোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন
ইসলামী ছাত্রসেনার প্রথম শহীদ আব্দুল মোস্তফা হালিম (রঃ) এর ৩৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে
উত্তর জেলার সহ সভাপতি এম ফরিদুল হকের সভাপতিত্বে উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোরশেদ রেজা কাদেরীর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শহীদের নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর,উত্তর,দক্ষিণ ও অানৃজুমানে খূদ্দামুল মুসলেমিন নেতৃবৃন্দ সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদান করেন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক জননেতা এম রাশেদুল ইসলাম রাশেদ,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক,জননেতা এম মুহিউল অালম চৌধুরী,অান্জুমানে খূদ্দামুল মুসলেমিন অাবুধাবী শাখার সভাপতি জননেতা এম অালী রেজা,শহীদের প্রিয় ছোট ভাই,জনাব মুহাম্মদ অাবু ওসমান,অান্জুমানে খূদ্দামুল মুসলেমিন ওমান কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি জনাব মনসুর অাহমেদ,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ দক্ষিণ রাউজান শাখার সহ সভাপতি জনাব মাওলানা অাইয়ুব বদরী,সাধারন সম্পাদক,জনাব মাষ্টার মুহাম্মদ নুরুন্নবী,প্রচার সম্পাদক,সেকান্দর হোসাইন সুমন,ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ অানোয়ারা উপজেলা প্রকাশনা সম্পাদক এইচ এম নাছির উদ্দিন,ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি ছাত্রনেতা কাজী সুলতান অাহমেদ,সাংগঠনিক সম্পাদক,ইন্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল,ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক,ছাত্রনেতা মিসবাহুল ইসলাম,সহ সাধারণ সম্পাদক,মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী,গিয়াস উদ্দিন খান,মিজানুর রহমান পলাশ,ইসলামী ছাত্রসেনা পাঁচলাইশ উত্তর শাখার সভাপতি মুহাম্মদ ওমর ফারুক,দপ্তর সম্পাদক,অালমগীর মাসূদ,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক,গোলাম হাসনাইন অাসাদুজ্জামান,রাউজান দক্ষিণ সভাপতি এম অাবু তালেব তালুকদার প্রমূখ।
অালোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শহীদ অাব্দুল মোস্তফা হালিম (রহঃ)’র মাজারে পাক যিয়ারত,মিলাদ-কিয়াম ও অাখেরী মোনাজাত শেষে উপস্থিত নেতৃবৃন্দ যৌথভাবে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন জানান।
উপস্থিত সকল নেতৃবৃন্দের প্রতি শহীদ পরিবারের সকল সদস্য ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান।