খবরের বিস্তারিত...


ভূজপুরের হারুয়ালছড়ি ও নারায়নহাটে ইসলামী ছাত্রসেনার ২১ ফেব্রুয়ারী উদযাপন ।।

ফেব্রু. 22, 2016 সাংগঠনিক খবর

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও নবগঠিত পরিষদের উদযাপন উপলক্ষ্যে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়ান শাখার আয়োজনে বিশাল ছাত্রসমাবেশ অনুষ্টিত হয়। ইউনিয়ন সভাপতি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র বোরহান রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম নগর সাংগঠনিক সম্পাদক এম ওয়াহেদ মুরাদ। এতে বক্তব্য রাখছেন ইসলামিক ফ্রন্ট ও ছাত্রসেনার ভূজপুর থানার নেতৃবৃন্দ।

মহান মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ছাত্রসেনা নারায়ন হাট ইউনিয়ন ও নারায়নহাট ডিগ্রী কলেজ শাখার যৌথ ব্যবস্হাপনায় বিশাল বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে নারায়নহাট শিক্ষা কমপ্রেক্সের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে এবং শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতে উপস্হিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ভূজপুর থানা শাখার সিঃসহ সভাপতি কাজি দিদারুল আলম, মাওঃ আব্দুল মাবুদ, সেক্রেটারী এম তৌহিদুল আলম(মুন্সি),মাওঃ সেলিম উদ্দীন আলকাদেরি, ডা. তৌফিকুল ইসলাম, ছাত্রসেনা ভূজপুর থানা শাখার সভাপতি ফরিদুল হক,সেক্রেটারি জানে আলম,জাহাঙ্গীর আলম,ইসমাইল উদ্দীন(সুমন),দেলোয়ার হোসেন,নারায়নহাট শাখার সভাপতি মনির হোসেন,সেক্রেটারী আলাউদ্দীন,সাংগঠনিক সম্পাদক এম জাহেদুল আলম এবং বিভিন্ন ওয়ার্ড হতে সেনা কর্মীরা যোগদান করেন।

12705752_518549961659798_4845050372655894481_n

Comments

comments