আত্মসমর্পণ কী
একবার জনৈক দরবেশ খাজা সাহেবের কাছে প্রশ্ন করলেন, তাসলিম বা আত্মসমর্পণ কী? তিনি বললেন,
আত্মসমর্পণ হলো মুমিন বান্দা রূহের জগতে নিজের জান মাল আল্লাহর নিকট বিক্রি করে দিয়েছে এবং বেহেশত ক্রয় করে নিয়েছে, যেমন আল্লাহ্তায়ালার বানী — (নিশ্চয়ই আল্লাহ্ মু’মিনদের নিকট হইতে তাহাদের জান মাল ক্রয় করিয়া লইয়াছেন, তাহাদের জন্য জান্নাত আছে– সুরা তওবা আয়াত ১১১)।
সমর্পণের অর্থ হলো নিজের জীবন ও সম্পদকে আল্লাহর মালিকানাধীন মনে করবে। নিজেকে আল্লাহর আমানত মনে করবে। যথাসম্ভব জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর বান্দাদের উপকার করবে। কাউকে উপকারের খোঁটা দিবে না। দুনিয়ার মাল সম্পদকে অন্তরে স্থান দিবে না। নিজেকে আল্লাহর আদেশের অধীনে ন্যাস্ত করবে।
হযরত খাজা আব্দুল খালেক গজদাওয়ানী রহঃ
(সংগৃহীত)