হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহ সুফী সৈয়দ আহামদ উল্লাহ(কঃ) পরিচয়
আওলাদে রসুল হযরতের পুর্ব পুরুষ সৈয়দ হামিদ উদ্দিন, গৌড় নগরে ইমাম এবং কাজীর পদে নি্য়োজিত ছিলেন, গৌড় নগরে মহামারীর কারণে ১৫৭৫ সনে চট্রগ্রামের পটিয়া থানার কাঞ্চন নগরে বসতি স্হাপন করেন। তথায় তার নামানুসারে হামিদ গাঁও নামে একটি গ্রাম আছে।
তাহার এক পু্ত্র সৈয়দ আব্দুল কাদের ফটিকছড়ি থানার আজিমনগর গ্রা্মে ইমামতি উপলক্ষে এসে বসতি স্হাপন করেন। তাহার পুত্র সৈয়দ আতাউল্লাহ তৎ পুত্র সৈয়দ তৈয়বুল্লাহর মেজ় পুত্র সৈয়দ মতীউল্লাহ মাইজভাণ্ডার গ্রামে এসে বসতি স্হাপন করেন। সৈয়দ মতিউল্লাহর পবিত্র ঔরশে এবং মা সৈয়দা খায়েরুন্নেছার পবিত্র গর্ভে ১৮২৬ ইংরেজী, ১২৪৪ হিজরী, ১২৩৩ বাংলা সনের ১ মাঘ তারিখে হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারী মওলানা শাহ সুফী সৈয়দ আহামদ উল্লাহ(কঃ) জন্মগ্রহন করেন। জন্ম পুর্বাভাস হযরত পীরানে পীর দস্তগীর গাউসুল আজম মীর
মহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (কঃ) এর বিশিষ্ট খলিফা হযরত মহিউদ্দিন ইবনে আরাবী(কঃ) [জন্ম-১১৬৬ ইং, ৫৬০ হিজরী,
মৃত্যু-১২৪০/৪১ ইং, ৬৩৮ হিজরী] এর রচিত “ফছুছুল হেকম” কিতাবে শাহ সুফী সৈয়দ আহামদ উল্লাহ(কঃ) এর জন্ম এবং জন্মস্হান সর্ম্পকে ভবিসৎ বাণী করে যান। বিদ্যাজন গ্রামের মক্তবের পড়ালেখা শেষ করে ১২৬০ হিজরীতে উচ্চ শিক্ষার জন্য তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসায় গমন করেন, এবং ১২৬৮ হিজরীতে বিশেষ কৃ্তিত্বে্র সাথে শেষ পরীক্ষায় পাশ করেন। তিনি হাদিছ,তফছির,ফেকাহ,মন্তেক,হেকমত,বালাগত ,উছুল, আকায়েদ,ফিলছফা,ফরায়েজ সহ যাবতীয় বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন। আরবী,উর্দু,বাংলা,ও ফাসী ভাষায় তিনি বিশেষ পারদশী ছিলেন।
কর্ম জীবন হিজরী ১২৬৯ সালে যশো্র জেলায় কাজীর পদে যোগদান করেন এবং একই সঙ্গে মুন্সেফী অধ্যায়ন শুরু করেন। পরবর্তিতে ১২৭০
হিজরীতে কাজী পদে ইস্তফা দিয়ে তিনি কলিকাতায় মুন্সী বো আলী মাদ্রাসায় প্রধা্ন মোদাররেছ হিসাবে যোগদান করেন। পরবর্তি সময়ে মুন্সেফী পরীক্ষায় ও তিনি প্রথম স্থান অধিকার করে ছিলেন।এবং তৎকালিন সময়ে ওয়ায়জীন ও বক্তাহিসাবে তার নাম ডাক বিশেষ ভাবে ছডিয়ে পড়ে।
বেলায়ত অর্জন হযরত পীরানে পীর দস্তগীর গাউসুল আজম মীর মহিউদ্দিন শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী (কঃ) এর বংশধর ও উক্ত তরিকার খেলাফত প্রাপ্ত সুলতানুল হিন্দ গাউসে কাওনাইন শেখ সৈয়দ আবু শাহামা মুহাম্মদ ছালেহ আল কাদেরী লাহোরী(রঃ) নিকট বায়েত গ্রহনের মাধ্যমে গাউছিয়তের খোদা-দাদ ক্ষমতা অর্জন করেন, এবং কুতুবে জামান হযরত শাহ সুফী সৈয়দ দেলওয়ার আলী পাকবাজ(রঃ)এর নিকট হতে এত্তাহাদী কুতুবিয়তের ক্ষমতা অর্জন করেন। তিনি দিনে দ্বীনি শিক্ষাদান ও সারারাত এবাদত ও রেয়াজতের মাধ্যমে সময় কাটাতেন। এভাবে কঠোর সাধনার ফলে তিনি আধ্যাতিক জগতের সবোচ্চ বেলায়ত অর্জন করেছিলেন। বিবাহ ও সাংসারিক জীবন স্নেহময়ী জননী সংসারের প্রতি অনাসক্ত হযরতকে সাংসার মুখী করার লক্ষ্যে ১২৭৬ হিজরী সালে ৩২ বছর বয়সে আজিম নগর নিবাসী মুন্সী সৈয়দ আফাজ উদ্দিন আহমদ সাহেবের কন্যা সৈ্যদা আলফুন্নেছা বিবির সাথে বিবাহ বন্ধনে আবদ্ব করান। কিন্ত আল্লাহ্রর মর্জি ছয় মাসের মাথায় তাহার এই বিবি জান্নাতবাসীনি হন। ঠিক সেই বছরই পুনরায় উক্ত আজিম নগর নিবাসী সৈয়দা লুৎফুন্নেছা বিবির সঙ্গে বিবাহ বন্ধনে আবব্ধ হন। ১২৭৮ হিজরী সালে তাহার প্রথম কন্যা সৈ্যদা বদিউন্নেছা বিবি জন্মগ্রহন করেন,ইনি চার বছর বয়সে জান্নাতবাসীনি হন। এর পর আরও একটি পুএ সন্তান জন্মগ্রহন করে অল্প দিনের মধে জান্নাতবাসী হন। অতঃপর ১২৮২ হিজরী সালে দ্বিতীয় পুএ সৈয়দ ফয়জুল হক(রঃ) এবং ১২৮৯ হিজরী সালে কন্যা সৈ্যদা আনোয়ারুন্নেছা জন্মগ্রহন করেন। হযরতের একমাএ পুত্র সন্তান মওলানা সৈয়দ ফয়জুল হক সাহেব দুই পুত্র রেখে যান এবং হজরতের পুর্বে জান্নাতবাসি হন।
কারামত জনসমাজে হযরতের অনেক কারামত প্রচলিত আছে।
(গাউসুল আজম মাইজভান্ডারীর জীবনী ও কেরামত)
1. আধ্যাতিক শক্তিতে বাঘের
মুখে লোটা নিক্ষেপ ও ভক্ত উদ্বার।
2. আধ্যাতিক প্রভাবে এক
রাতে মক্কা শরীফ থেকে চট্টগ্রাম
শহরে হাজ়ির প্রত্যাবর্ত্নন।
3. বেলায়তী ক্ষমতায় হযরতের বাহুতে হাত
রেখে হাজির
মক্কা থেকে বাডীতে প্রত্যাবর্ত্নন।
4. খোদা প্রদ্বত্ব ক্ষমতাবলে তবারুক
প্রদানের মাধ্যমে সন্তান দান।
5. খোদা প্রদ্বত্ব ক্ষমতাবলে তবারুক
প্রদানের মাধ্যমে জটিল রোগ মুক্তি
6. কলা মারফত জাফর আলী শাহ কে ”কফশ”
শক্তি প্রদান।
7. বেলায়তী ক্ষমতায়
অযোগ্যকে যোগ্যতা প্রদান।
8. হযরতের দোয়ায় খান বাহাদুর ফজলুল
কাদের সাহেবের পরীক্ষা পাশ।
9. হযরতের আদেশে রিয়াজুদ্দিন উকিলের
ভূসম্পতি ক্রয় এবং রিয়াজুদ্দিন বাজার
পত্তন।
10. হযরতের দোয়ায়
মোহরা নিবাসী সাবরেজিষ্টার আব্দুল
লতিফ খান সাহেবের পুএ লাভ।
11. হযরত
সর্ম্পকে দেওবন্দী মওলানা অলি আহম্মেদ
নিজামপুরী সাহেবের মন্তব্য।
12. হযরত
সর্ম্পকে কলিকাতা আলিয়া মাদ্রাসার
জনাব মওলানা শফিউল্লাহ সাহেবের
মন্তব্য।
13. হযরত সর্ম্পকে দারুলউলুম মাদ্রাসার
মোদাররেছ মওলানা নঞ্জির আহম্মদ
সাহেবের মন্তব্য।
হযরত গাউসুল আজম মাইজভাণ্ডারীর
সান্নিধ্যে এসে শত শত মানুষ আল্লাহর নৈকট্য
লাভ এবং নামকরা অলিয়ে কামেলে রুপান্তরীত
হয়েছিলেন।এ পর্য্ন্ত প্রায় ১৫৬ জনের নাম
ঠিকানা এবং তাদের মাজার সম্পর্কে জানা যায়।
যারা সারা বাংলাদেশ,বার্মা,পাকিস্তান, এ
ছড়িয়ে আছেন।
নিন্মে কয়েকজনের পরিচয় দেয়া গেলঃ
1. মওলানা শাহ সুফী অছিয়র রহমান(রঃ)
,চরণদ্বীপ, বোয়ালখালী, চট্রগ্রাম
2. মওলানা শাহ সুফী কাজী আছাদ আলী(রঃ)
,আহল্লামৌজা,বোয়ালখালী,চট্রগ্রাম
3. মওলানা শাহ সুফী আব্দুল আজিজ(রঃ)
,খিতাবচর, বোয়ালখালী, চট্রগ্রাম
4. মওলানা শাহ সুফী আমিরুজ্জামান(রঃ)
,পটিয়া, চট্রগ্রাম
5. মওলানা শাহ সুফী আব্দুর রাজ্জাক(রঃ)
প্রকাশ হাকিম শাহ,চট্রগ্রাম
6. মওলানা শাহ সুফী আমিনুল হক
হারবাংগীরী,(র;),বোয়ালখালী,চট্রগ্রাম
7. মওলানা শাহ সুফী খলিলুর রহমান(রঃ)
,রাংগুনীয়া,চট্রগ্রাম
8. মওলানা শাহ সুফী আমানুল্লাহ আলী(রঃ)
,বাঁশখালী,চট্রগ্রাম
9. মওলানা শাহ সুফী ফরীদুজ্জামান আলী(রঃ)
,সাতকানীয়া,চট্রগ্রাম
10. মওলানা শাহ সুফী আব্দুল আজিজ(রঃ)
মংড়ু, আরাকান,বার্মা
11. মওলানা শাহ সুফী মিয়া হোসাইন(রঃ)
খেনুদি,আরাকান,বার্মা
12. মওলানা শাহ সুফী আব্দুল কুদ্দুস(রঃ)
,বোয়ালখালী,চট্রগ্রাম
13. মওলানা শাহ সুফী সৈয়দ গোলামুর রহমান
(কঃ)প্রকাশ বাবা ভাণ্ডারী, মাইজভাণ্ডার
(নিজ ভ্রাতুসপুত্র)
14. মওলানা শাহ সুফী আব্দুল আজিজ(রঃ)
সোনাপুর,নোয়াখালী
15. মওলানা শাহ সুফী এয়কুব গাজী(রঃ)
শ্রীপুর,নোয়াখালী
16. মওলানা শাহ সুফী নঞ্জির শাহ(রঃ)স্টেশ্ন
রোড়,চট্রগ্রাম
17. মওলানা শাহ সুফী এবাদুল্লাহ শাহ(রঃ)
,হারবাং,চকরিয়া, কক্সবাজার
18. মওলানা শাহ সুফী ওয়ালী মস্তান(রঃ)
,পার্বত্য চট্রগ্রাম
19. মওলানা শাহ সুফী জাফর আহমদ(রঃ)
প্রকাশ মামু ফকির,রেঙ্গুন,বার্মা
20. মওলানা শাহ সুফী আব্দুল জলিল
শাহ,প্রকাশ বালু শাহ, ছাদেকনগর,
হাঠহাজারী, চট্রগ্রাম
21. মওলানা শাহ সুফী গোলাম রহমান(রঃ)
,বরিশাল
22. মওলানা শাহ সুফী সৈয়দ আমিনুল হক(রঃ)
ওয়াছেল, মাইজভাণ্ডার (নিজ
ভ্রাতুসপুত্র)
23. মওলানা শাহ সুফী সৈয়দ ফয়জুল হক(রঃ)
,মাইজভাণ্ডার,(নিজ পুত্র)
24. মওলানা শাহ সুফী সৈয়দ দেলাওর হোসাইন
(কঃ)মাইজভাণ্ডার,(নিজ পৌ্ত্র)
25. মওলানা শাহ সুফী আব্দুল গফুর শাহ(রঃ)
প্রকাশ কম্বলী শাহ, মোহনপুর, ফরিদপুর
26. মওলানা শাহ সুফী আসরাফ আলী(রঃ)
,দুগাইয়া, চাদপুর
27. মওলানা শাহ সুফী আব্দুল আজিজ(রঃ)
,ফেনী
28. মওলানা শাহ সুফী আব্দুল হাদী(রঃ)
,কাঞ্চনপুর,চট্রগাম
29. মওলানা শাহ সুফী আব্দুল গনী(রঃ)
,কাঞ্চনপুর,চট্রগ্রাম ।
(সংগৃহীত)