খবরের বিস্তারিত...


চন্দ্রগ্রহণ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ জটিল কথা —- কোন মাসে চন্দ্র-সুর্য গ্রহণ হলে কি হয়?? জেনে নিই ।

জুলাই 28, 2018 আক্বীদা

হুজুর গরীবে নেওয়াজ হযরত খাজা মুঈন উদ্দীন চিশতী (রাহঃ) লিখিত কিতাব আনিসুল আরওয়াহ্ যা তিনি তাঁর পীর সাহেব হযরত খাজা ওসমান হারুনী(রাহঃ) এর বিভিন্ন মজলিশের কথা বর্ণনা করেছেন
হযরত ইবনে আব্বাস (রাদ্বিঃ) এর রেফারেন্স দিয়ে বলেন,,,তিনি রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন,
যখন মানুষ মানুষের মধ্যে গুনাহের পরিমাণ বৃদ্বি পায় তখন আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে নির্দেশ করেন সেখানে চন্দ্র এবং সু্র্যের আলো কিছুক্ষনের জন্য ঢেকে দাও যাতে সৃষ্টি সাবধান হয়,এর পর এরশাদ করলেন,,,

১। মহররম মাসে চন্দ্র-সূর্য গ্রহণ হলে বালা মসিবত অবতীর্ণ হয়,ফেৎনা বৃদ্ধি পায়,অালে আওলিয়াদের উপর বিনা কারণে অপবাদ ঘটে

২। সফর মাসে হলে,বৃষ্টি কম হবে,নদ নদী শুকিয়ে যাবে।

৩। রবিউল আউয়াল মাসে হলে,কঠিন আকাল পড়বে,ফলে অসংখ্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে।

৪। রবিউস সানি মাসে হলে,শষ্য ভান্ডার ভরে উঠবে,অলি আওলিয়ার অধিক মৃত্যু হবে।

৫। জমাদিউল আউয়াল মাসে হলে,ঝড় বৃষ্টি ও তুফান হবে,আকস্মিক মৃত্যু বেড়ে যাবে।

৬। জমাদিউস সানি মাসে হলে, সুফল ফলবে, সে বছর ফসল বৃদ্ধি পাবে,ঐশ্বর্য বেড়ে যাবে।

৭। রজব মাসের প্রথম শুক্রবার হলে,,দুঃখ দুর্ভিক্ষ বেড়ে যাবে,আকাশ হতে বিকট আওয়াজ আসবে।

৮। শাবান মাসে হলে,মানুষ সুখ শান্তিতে থাকবে

৯। রমজান মাসের প্রথম শুক্রবার হলে,অনেক বিপদাপদ নেমে আসবে,অনেক মানুষ মারা যাবে।

১০। শাওয়াল মাসে গ্রহণ হলে,হাওয়ার গতি অত্যদিক বেড়ে যাবে,অনেক গাছ উপড়িয়ে ফেলবে।

১১। জিলক্বদ মাসে হলে,অনেক রোগ অবতীর্ণ হবে।

১২। জিলহজ্ব মাসে হলে,মনে করবে দুনিয়ার আয়ু শেষ হয়ে এসেছে,ফেৎনা প্রতিষ্টিত হবে,দোষ ঢেকে রাখার মানুষ মরে যাবে,অপরের দোষ বলে বেড়ানোর লোক বৃদ্ধি পাবে,বাহিরের সাজসজ্জা বেড়ে যাবে।দুনিয়ার প্রেম ও মোহ বৃদ্বি পাবে।মোনাফেকদের সম্মান বৃদ্বি পাবে,দরবেশদেরকে দীন-দুঃখী বলে ঘৃণা করবে।এমন একটা বিপদ আসবে যার কারণে সূখ বিনষ্ট হবে।

আল্লাহ্ পাঁক রাব্বুল আল্ আমিন আমাদের সকলকে যাবতীয় বিপদ-আপদ থেকে রক্ষা করুক, আমিন।

Comments

comments