ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ‘র সহযোগী ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার প্রশিক্ষণ সভা হাজীগঞ্জস্থ ইমামে রব্বানী দরবার শরীফে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ গোলাম হায়দার হাসিব ( Smg Haider Hasib)
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ইসলামী ছাত্রসেনা ‘র কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আইয়ুব কাদেরী ( Mohammad Aeyub Qadri )ভাই!
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় , চাঁদপুর জেলা ও থানা নেতৃবৃন্দ।
আল্লামা সৈয়দ আবেদ শাহ্ আল মাদানী ( রহঃ) ‘র মাজার জিয়ারত , মিলাদ- কিয়াম ও মোনাজাতের মাধ্যমে প্রশিক্ষণ সভা শেষ হয়।