দালালীর অপবাদ যুগে যুগে
দালালীর অপবাদ যুগে যুগে
কে.এম.নুরুল ইসলাম হুলাইনী
————————————-
বাংলার বাঘ এ কে ফজলুল হককে হিন্দুরা বলতো -মুসলমানদের দালাল !
শহীদ সোহরাওয়ার্দীকে বলতো ভারতের দালাল।
এদেশের স্বাধীনতা দাবী করায় শেখ মুজিবকে পাকিস্তানিরাসহ এদেশীয় রাজাকাররা ডাকতো আজাদী ভাঙ্গনের দালাল”!
সেদিন এক ফেবু বন্ধু না বুঝেই মহাত্মা গান্ধীকে হিন্দুদের দালাল বললে আমি তাকে স্মরণ করিয়ে দিই,এ ঋষি মহাপুরুষ আজাদী আন্দোলনে পাক ভারতের বিপ্লবী আলেমদের শ্রদ্ধাভাজন ছিলেন। আর মুসলমানদের সাথে সখ্যতার কারণে তাঁকে হত্যা করে নাথুরাম নামের এক কট্টর হিন্দু।
তারও আগে আল্লামা শেরে বাংলা আলকাদেরীকে বলেছে আইয়ুব খানের দালাল। (বয়স্ক মুরব্বীদের তাছে জিজ্ঞাসা করলে জানতে পারবেন) । অনেকেই সমাজবাদী নেতাদের ডাকতো “রাশিয়ার দালাল।
মওলানা ভাসানীকে ডাকতো চীনের দালাল”!
কেউ কেউ তো কমিউনিস্ট+নাস্তিক একসাথে ডাকতো,এখনো মুর্খের মতো সমাজবাদ আর নাস্তিক্যবাদকে গুলিয়ে ফেলে।
কেউ জিয়াকে ডাকতো পাকিস্তানের দালাল!
ভুলে গেলে চলবেনা জামাত ১৯৮১ র নির্বাচনে বিনাশর্তে,বিনা আসনে জিয়ার জাগদলকে সরাসরি সমর্থন করেছিল। ১৯৮৮তে আওয়ামী লীগ বিএনপি সহ বড় সবদল স্বৈরাচারী এরশাদের নির্বাচন বয়কট করে।
এরশাদকে ডাকত রাজীব গান্ধীর দালাল।
জামাত এরশাদের সাথে (দালালি বললামনা)ভুয়াভোটে ছিঁটেফোটা কয়েকটামাত্র সিট ফ্রিতে নিয়ে জনবিরোধী এমপর স্বাদ নেয়। ৯০ এর আন্দোলনে কেবল জাতীয় পার্টি উচ্ছেদ হয়নি,এরশাদের স্বৈরাচারী ভুয়া সংসদে জাপার দালাল জামাতও ছিল বিধায় উচ্ছেদের শিকার হয়।
এরপর বিএনপিকে মুনাফেক ও ছোট শয়তান ডেকে আবার তাদের সাথে জুটে দুর্নীতির হাওয়া ভবন বানিয়ে খালেদাকে অকার্যকর করে অনভিজ্ঞ তারেককে ব্যবহার করে হরিলুট জনগণ ভুলেনি।
আজ জামাতের কারনে খালেদা-তারেককে খেসারত দিতে হচ্ছে করুণভাবে।
যে কোন কারণেই হোক,অতি সম্প্রতি পতিত স্বৈরাচার এরশাদের সাথেও কেউ জোট করার চেষ্টা করছেন(যদিও জেন্টেল জোট হয়েছে এমনটি বলছেননা জাপা নেতারা), তবুও দালালীর মতো বিশ্রী শব্দ প্রয়োগের পক্ষে আমি নই।
তাই প্রতিপক্ষকে দালাল আখ্যায়িত করার আগে সচেতন হোন।
আপন মাতৃভুমির স্বাধীনতার আন্দোলনে, মুক্তির যুদ্ধে যারা ভিনদেশী হানাদারের পক্ষ নিল তারা কি?
তাই যে কেউ কাউকে দালাল ডাকার আগে নিজেদের দালালীর ইতিহাসটা একটু দেখে আসুন।