চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রসেনার উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি এম. ইমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. আবু বকর সিদ্দীকীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মজলুম জননেতা এম. সোলায়মান ফরিদ। আলোচনায় অংশ নেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ সভাপতি জননেতা এস এম আব্দুল করিম তারেক, সাধারণ সম্পাদক এম মহিউল আলম চৌধুরী, এম মাসুদ করিম চৌধুরী, মাওলানা নাসির উদ্দিন আনোয়ারী, এম. ইউসুফ, কাজী এম আহসানুল আলম, খ ম জামাল উদ্দিন, কামরুল হাসান শাকিল, এম মঈন উদ্দিন মানিক, ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেল, বোরহান উদ্দিন রব্বানী, জাকের হোসাইন, এম জয়নাল আবেদীন, আব্দুর রহিম, আব্দুল কাদের প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন আনোয়ারী।