খবরের বিস্তারিত...


তনু-সহ সকল ভিক্টিম নারীদের ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবীঃ ইসলামী ছাত্রসেনা

মার্চ 25, 2016 বিবৃতি

ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন ও সাধারণ সম্পাদক কফিল উদ্দীন রানা এক যৌথ বিবৃতিতে বলেন- তনুকে ধর্ষণ এবং হত্যা দেশের বর্তমান পরিস্থিতির খন্ডচিত্র মাত্র। সাম্প্রতিক সময়গুলোতে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন-গুম-ধর্ষণ-ছিনতাই-চাঁদাবাজী যেন দেশের প্রতিদিনের নিত্যচিত্র। ক্যান্টনমেন্টের মত নিরাপদ জায়গায় নারীরা ধর্ষিত হচ্ছে, প্রতিদিন গ্রামে-গঞ্জে নানাভাবে নিপীরণের শিকার হচ্ছে অসহায় নারীরা।
নেতৃবৃন্দ দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো দায়িত্বশীল ভূমিকা নিয়ে দেশের মানুষের নিরাপত্তা প্রদানে এগিয়ে আসার আহবান জানানোর পাশাপাশি তনু সহ দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণ আর খুনের শিকার হওয়া নারীদের ধর্ষক-খুনীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার জোর দাবী জানান।

Comments

comments