আল্লামা নুরুল ইসলাম ফারুকি (রহঃ) এর হত্যাকারীদের বিচারের দাবীতে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন
আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বলিষ্ঠ কণ্ঠ , চ্যানেল আই ও মাই টিভির ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক, হাইকোর্ট মাজার জামে মসজিদের সাবেক খতিব, আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজধানী ঢাকায় প্রেসক্লাব চত্বরে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ছাত্রসেনার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ গোলাম হায়দার হাসিবের সঞ্চালনায় কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মোহাম্মদ নাঈম উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হই ।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সিনিয়র যুগ্ন মহাসচিব এম সোলাইমান ফরিদ ।
মানববন্ধনে ছাত্রসেনার বিভিন্ন জেলা পর্যায়ের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় পরিষদের সর্বস্থরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।