খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ রুপগঞ্জ উপজেলার কাউন্সিল সম্পন্ন

সেপ্টে. 15, 2018 সাংগঠনিক খবর

মোঃ রাশেদুল ইসলামকে সভাপতি ও মোঃ মেহেদী হাসানকে সাধারন-সম্পাদক করে ইসলামী ছাত্রসেনা রুপগঞ্জ উপজেলা কাউন্সিল অধিবেশন ২০১৮ সম্পন্ন হয়েছে।

উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর দপ্তর সম্পাদক জননন্দিত নেতা ছাত্রসমাজের আইকন- এম মনির  হোসাইন বলেন- “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা কুরআন এবং সুন্নাহের কথা বলে কোন মানবরচিত মতবাদের কথা বলেনা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুরআন-সুন্নাহের নেতৃত্ব সংসদে প্রেরন করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে হলেও সংসদে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর নেতৃত্ব এবার আমাদের পাঠাতে হবে যিনি সংসদে মানুষের অধিকার আদায়ের কথা বলবেন,সুন্নীয়াতের স্বার্থের কথা বলবেন। আমরা আওয়ামীলীগ এর সাথে আছি কোন হালুয়া রুটি খাওয়ার স্বার্থে নয় বরং মুক্তিযুদ্ধের স্বপহ্মের শক্তি একত্রিত হয়ে জামাত শিবির ও ইসলামের নামে যারা ধর্মব্যাবসা করে বোমাবাজি জঙ্গীবাদ করে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার জন্য,সংসদে কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র কায়েমের কথা বলার জন্য। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহন করুন ইন শা আল্লাহ এবার সংসদে ইসলামিক ফ্রন্ট নেতৃবৃন্দগন কথা বলবেন।”

প্রধান আলোচকের বক্ততায় ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা- রাহাত হাসান রাব্বী বলেন- “ইসলামী ছাত্রসেনা ইমাম হুসাইন রাঃ এর ত্যাগের যেই চেতনা যে আদর্শ সেই আদর্শ বাস্তবায়নের লহ্মে কাজ করে যাচ্ছে।তাই মানবরচিত মতবাদ ছেড়ে ইমাম হুসাইন রাঃ এর আদর্শ ও ত্যাগ কে শুধুমাত্র বুকে নয় রাজপথে সমাজে এবং সংসদে সেই আদর্শ প্রতিষ্ঠা করার লহ্ম্যে ইসলামী ছাত্রসেনা কাজ করে যাচ্ছে।মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তা ছাত্রদের মাঝে পৌছে দিতে হবে সুদ ঘুষ দূর্নিতীমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে ছাত্রদের কাজ করে যেতে হবে।”

এছাড়াও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন- মুফতি মোসলেহ-উদ্দীন আল-আবেদী,সভাপতি- হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুপগঞ্জ উপজেলা ।

বিশেষ আলোচক-ছাত্রনেতা-মোঃ আব্দুল মতিন, অর্থ-সম্পাদক- ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ

বিশেষ আলোচক- ছাত্রনেতা- গোলাম মোস্তফা নীরব- সভাপতি- ইসলামী ছাত্রসেনা নাঃগঞ্জ মহানগর

বিশেষ আলোচক- ছাত্রনেতা- মোঃ রিদওয়ানুল ইসলাম নিবিড়,সাধারন-সম্পাদক-ইসলামী ছাত্রসেনা নাঃগঞ্জ জেলা

উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন ছাত্রনেতা- এম জহিরুল দেওয়ান,সাবেক আহবায়ক,ইসলামী ছাত্রসেনা রুপগঞ্জ উপজেলা

Comments

comments