প্রতিষ্ঠার ৪দশক পূর্তি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্র সমাবেশে বিশাল গণজমায়েত ঘটানোর প্রস্তুতি নিয়েছে ইসলামী ছাত্রসেনা । এ সমাবেশকে সাম্প্রতিক কালের সর্ববৃহৎ সমাবেশে পরিণত করার প্রত্যাশা করছে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ।
ইসলামী ছাত্রসেনার ৪ দশক পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২১শে জানুয়ারী ২০২০ইং) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা এম এম নাঈম উদ্দীন’র সভাপতিত্বে বিশাল ছাত্র সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী আয়োজিত হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান আওলাদে রসূল(দঃ) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব জাতীয় নেতা অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর।
রাজধানীতে এ ধরনের গণজমায়েতের পাশাপাশি বিভাগীয় ও জেলা এবং মহানগরীতে বড় বড় গণজমায়েতের কর্মসূচি নেওয়ার প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় পরিষদ। এইছাড়া প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে র্যালি, রক্তের গ্রুপ নির্ণয়,মাস্ক বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল’সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে ইসলামী ছাত্রসেনা সর্বস্তরের নেতা কর্মীরা।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৈয়দ গোলাম হায়দার হাসিব, প্রত্যেক জেলা ও মহানগরের নেতৃত্বে সর্বস্তরের নেতা কর্মী নিয়ে উৎসবমুখর পরিবেশে সমাবেশে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানান।