ইসলামী ছাত্রসেনার উদ্যোগে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদ এর উদ্যোগে আজ ২৮ আগষ্ট বাদ জুমা পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) শেখ ফরিদ মজুমদার এর বাবা শেখ আব্দুল মান্নান মজুমদারের ইছালে সওয়াব, তার পরিবারের সুস্থতা, ও সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা যাদের পিত/ মাতা ইন্তেকাল করেছেন তাদের ইছালে সওয়াব ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি জননেতা আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।
ইসলামী ছাত্রসেনার কেন্দ্রিয় সভাপতি এম. এম. নাঈম উদ্দিনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী।
ছাত্রসেনার কেন্দ্রীয় সহ-সভাপতি এ.বি.এম আরাফাত মোল্লা, সহ-সাধারন সম্পাদক সৈয়দ আবু সাঈদ শাফিন, ঢাকা মহানগর সেক্রেটারি আলী আকবর, সহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।