ফ্রান্সে নবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা
ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে গত ২৬ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ফ্রান্সে নবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় মানব বন্ধনে বক্তারা বলেন-“যখন পৃথিবীতে মানুষ করোনা ভাইরাস নামক মহামারীতে আক্রান্ত যখন সারা বিশ্বের মানুষ আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থনা করছে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য, ঠিক সেই মূহুর্তে ফ্রান্স এর রাষ্ট্র কর্তৃক প্রিয় নবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।”
বক্তারা আরো বলেন-“প্রিয় নবী (সাঃ) হলো মুসলমান জাতির ঈমান যাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সেই নবীজিকে নিয়ে ব্যঙ্গ চিত্র করার প্রতিবাদে আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।”
এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট দৃষ্টি আকর্ষণ করে আহবান জানান, যেনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্সের প্রতি একটি তীব্র নিন্দা প্রকাশ করে বাংলার মুসলমান এর হৃদয়ে প্রশান্তি এনে দেয়।
উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর সংগ্রামী সভাপতি গোলাম মোস্তফা নিরব।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর সাধারণ সম্পাদক মোঃ সানি দেওয়ান, সহ-সভাপতি ইমরান খন্দকার, সাংগঠনিক সম্পাদক মাওঃ শিহাব বিন আজহার, সাবেক ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল মামুন, যুব হিজবুর রাসূল (দঃ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ নিয়াজুল ইসলাম নাঈম সহ ইসলামী ছাত্রসেনা নারায়ণগঞ্জ মহানগর এর অন্যান্য নেতৃবৃন্দ।