ইসলামী ছাত্রসেনা পটিয়া থানা (পশ্চিম) এর কাউন্সিল সম্পন্ন
ইসলামী ছাত্রসেনা পটিয়া থানা (পশ্চিম) এর কাউন্সিলে-তারেকুল ইসলাম তানিম সভাপতি, মোবারক হোসেন হিরু সাধারণ সম্পাদক ও এইচ এম ছাদেক সাংগঠনিক সম্পাদক নির্বাচিত।
দেশের সর্বপ্রকার অর্জনে রয়েছে ছাত্রসমাজের অগ্নিস্ফুলিঙ্গ ভূমিকা-মঈনউদ্দীন চৌধুরী হালিম
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চট্টগ্রাম নগর সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম বলেছেন-ছাত্ররা হচ্ছে দেশ ও জাতির অন্যতম নিয়ামক শক্তি। দেশের জন্য এরা সর্বপ্রকার প্রতিকুলতা, প্রতিবন্ধকতা ও বৈরিতাকে মাড়াতেও কুন্ঠিত হয়না। দেশের স্বাধীনতা সহ সর্বপ্রকার অর্জনে রয়েছে ছাত্রসমাজের অগ্নিস্ফুলিঙ্গ ভূমিকা। যা কখনও বিস্মৃত হবার নয়। অথচ গৌরব ও অহংকারের প্রতীক সেই ছাত্রসমাজ এখন ভিন্ন চেহারায় দৃশ্যমান। দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা তাদের নিকট পুরোপুরিভাবে উপেক্ষিত। এখন ছাত্র রাজনীতি থেকে দৌড়ে পালিয়েছে সুস্থতা। এমন কোন অনৈতিক কাজ নেই,যেখানে ছাত্র সমাজের সম্পৃক্ততা থাকে না। সন্ত্রাস, চাঁদাবাজি,খুন-রাহাজানি এখন ছাত্র রাজনীতির অন্যতম অনুষঙ্গ। যা অনাদর্শিক রাজনীতির কুফল। এক্ষেত্রে অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনার বিজ্ঞানসম্মত কার্যকর কর্মসূচী ছাত্র রাজনীতিতে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। অতএব জাতীয় জীবনে একটি যোগ্য, দক্ষ, কর্মক্ষম ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ইসলামী ছাত্রসেনার পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি দেশের আপামর ছাত্রসমাজের প্রতি উদাত্ত আহবান জানান। ইসলামী ছাত্রসেনা পটিয়া থানা পশ্চিম এর কাউন্সিল 2021 উপলক্ষে অদ্য 09 জানুয়ারী 2021ইং রোজ শনিবার বেলা 11টায় শান্তিরহাটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামী ছাত্রসেনা পটিয়া থানা পশ্চিম এর সভাপতি ছাত্রনেতা মহিউদ্দীন বারী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলা সভাপতি আলহাজ্ব এ এম মঈনউদ্দীন চৌধুরী হালিম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিন জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা তাওহিদ মুরাদ সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-মাওলানা নুরুল আলম, আবু নোমান বাদশা, মুহাম্মদ এমরান মালেকী, মুহাম্মদ তসলিম উদ্দীন, তারেকুল ইসলাম তানিম, মোবারক হোসেন হিরু ও এইচ এম ছাদেক প্রমূখ। পরিশেষে কাউন্সিলে উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে আগামী ২০২০-২০২২ সেশনের জন্য তারেকুল ইসলাম তানিমকে সভাপতি, মোবারক হোসেন হিরুকে সাধারণ সম্পাদক ও এইচ এম ছাদেককে সাংগঠনিক সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।