ইসলামী ছাত্রসেনার ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল হালিশহর তৈয়বিয়া মাদরাসা শাখা
গতকাল ২১জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন হালিশহর তৈয়বিয়া মাদ্রাসা শাখরা উদ্যোগে ইসলামী ছাত্রসেনার গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী শাখার বিপ্লবী সহ-সভাপতি নুর আলীর সভাপতিত্বে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা এম আবেদ হোসাইনের সঞ্চালনায় বন্দরস্থ তা’লিমুল কোরআন একাডেমির হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ আতাউল করিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখার অর্থ সম্পাদক ছাত্রনেতা এইচ এম করিম, এতে আরও উপস্থিত ছিলেন তৈয়বিয়া মাদরাসা সাধারণ সম্পাদক ছাত্রনেতা হেলাল উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আখতারুজ্জামান, প্রচার সম্পাদক ছাত্রনেতা রেজাউল করিম তালুকদার, ফাহিম, ইমন, হৃদয় হৃদয় প্রমুখ।আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রিয় সংগঠনের জন্মদিন পালন করেন