কক্সবাজার জেলার উদ্যোগে সংগঠনের আদর্শ,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী
ছাত্র সংগঠনকে স্বাধীন ভাবে ছাত্রদের অধিকার আদায়ে কাজ করার সুযোগ প্রদান করতে হবে….
মাওলানা জিয়াউর রহমান জিয়া।
ইসলামী ছাত্রসেনা কক্সবাজার জেলার উদ্যোগে সংগঠনের আদর্শ,ঐতিহ্য,সংগ্রাম ও সাফল্যের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা সংগঠনের সভাপতি ছাত্রনেতা এইচ এম মুনির উদ্দীনের সভাপতিত্বে কক্সবাজার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কক্সবাজার জেলার সহ সভাপতি মাওলানা জিয়াউর রহমান জিয়া । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আদর্শবাহী সংগঠন যে কোন পর্যায়ে বাঁধা বিপত্তি উপেক্ষা করে তরুণ ছাত্র সমাজের কাছে সংগঠনের দাওয়াতী কাজ চালিয়ে নিতে হবে। এতে করে সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। এতে বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশে কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মুফিজ উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক কাজী জয়নাল আবেদীন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সদস্য মুহাম্মদ মাসরুর রহমান, জেলা দপ্তর সম্পাদক মুহাম্মদ ওসমান, মুহাম্মদ মামুন,সাইফ মাহমুদ, মাহফুজুর রহমান,সাইফুল ইসলামসহ আওতাধীন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।