পটিয়ায় ফুসফুসের দূরারোগ্য রোগে আক্রান্ত কুরআনে হাফেজ মাহি বিন ইসলামের পাশে ছাত্রসেনা।
কুরআনে হাফেজ মাহি বিন ইসলাম। ফুসফুসের দূরারোগ্য রোগে আক্রান্ত। বিগত ১৪ মাস ধরে ছেলের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে সঞ্চয় ভিটেবাটি সব বিক্রি করে নিঃস্ব মাহির সিএনজি চালক পিতা পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের জনাব আব্দুল মাবুদ। নানা চেষ্টা করেও সুস্থ না হওয়ায় ডাক্তাররা পরামর্শ দিয়েছেন মাহিকে বিদেশে উন্নত চিকিৎসা দিতে। অসহায় মাহির পিতা। চোখের সামনে ছেলেকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখছেন কিন্তু আর্থিক দূরাবস্থার কারনে কিছুই করতে পারছেন না। আওতাধীন ইউনিয়ন শাখার এক দায়িত্বশীল ভাইয়ের মারফতে খবর পেয়ে সামর্থ্যনুযায়ী কুরআনে হাফেজ মাহিকে আজ আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা পশ্চিম পরিষদ সভাপতি এম. তারেকুল ইসলাম তানিম এর নেতৃত্বে একটি টিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদ সহ-সভাপতি ছাত্রনেতা শেখ আহম্মেদ ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুবারক হোসেন হিরু। নেতৃবৃন্দ এসময় মাহি ও মাহির পরিবারের খোঁজ খবর নেন, সহমর্মিতা জানান এবং সমাজের বিত্তশালী ও সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসতে উদাত্ত আহ্বান জানান।