শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা।
ইসলামী ছাত্রসেনা’র কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা এ.বি.এম আরাফাত মোল্লা ও শেখ ফরিদ মজুমদার এক যুক্ত বিবৃতিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সাধারণ ছাত্রদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে যৌক্তিক আন্দোলন করা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জনতার উপর পুলিশ ও ছাত্রলীগের হামলা এদেশের সচেতন ছাত্র জনতাকে ক্ষুব্ধ ও হতাশ করেছে। বিশ্ববিদ্যালয় উপাচার্য ও কর্তৃপক্ষ এ ন্যাক্কারজনক ঘটনায় দায় এড়ানোর কোনো সুযোগ নেই। নেতৃবৃন্দ অবিলম্বে দায়ী ও দোষী সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলায় দায়ী পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।