ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ছাত্র সমাজকে সত্যিকার আদর্শিক দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য-
জননেতা এম এ মালেক রেজভী।
ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ লিয়াকত আলী রহঃ এর মাজার জিয়ারত ও আলোচনা সভা সভাপতি ছাত্রনেতা এম তৌহিদ মুরাদ সুমনের সভাপতিত্বে ও প্রস্তুতি কমিটির সচিব এম মাহমুদুল হাসান জুয়েলের সঞ্চালনায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি এম এ মালেক রিজভী বলেন, ছাত্রসমাজ আজ পেশি শক্তি, বিভক্তি ও বলয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা ছাত্রসমাজ কামনা করেনা। যে ছাত্রআন্দোলন এর মাধ্যমে ভাষার অধিকার, দেশ স্বাধীন, স্বৈরাচার বিরোধী আন্দোলন কার্যক্রমের মাধ্যমে সম্পৃক্ত ছিল। তারাই আজ দূর্নীতিবাজদের সাথে জড়িয়ে পড়ছে, যা ছাত্র নেতৃত্বের প্রতি কোমলমতি ছাত্রসমাজ কামনা করে না। তিনি আরো বলেন, ছাত্রসেনা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে আদর্শিক কাজের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর আদর্শ বাংলার জমিনে প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর কাফেলা কাজ করে যাচ্ছে। সকলকে এই কাফেলার সৈনিক হিসেবে কাজের আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রনেতা তৌহিদ মুরাদ সুমন বলেন একটা আদর্শিক কাফেলা তৈরির মাধ্যমে এই সমাজকে আরো স্পৃহা নিয়ে কাজ করে ছাত্র রাজনীতির ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সুন্দর দেশ গঠনে ছাত্র রাজনীতির ভূমিকা অপরিহার্য, তা পরবর্তী প্রজম্মের কাছে দাওয়াতের মাধ্যমে পৌঁছানো প্রয়োজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সেনা নেতা এম নেজাম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মুমিন, সহ সাধারণ সম্পাদক মাছরুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলাম তানিম, সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, অর্থ সম্পাদক মুনির উদ্দীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম সহ প্রমুখ।