খবরের বিস্তারিত...


দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪২৯ সনের শুভেচ্ছা

এপ্রিল 15, 2022 বিবৃতি

বর্ষবরণের নামে নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি বন্ধের আহবান ইসলামী ছাত্রসেনার ছাত্রজনতাসহ দেশবাসীকে বাংলা নববর্ষ ১৪২৯ সনের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের মুহতারাম সভাপতি এবিএম আরাফাত মোল্লা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা শেখ ফরিদ মজুমদার। আজ এক যৌথ বিবৃতিতে তাঁরা এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে বলা হয়, বছর ঘুরে আমাদের মাঝে ফিরে আসে নববর্ষ। বাঙালি হিসাবে বাংলা নববর্ষ উদযাপন করা দোষের কিছু নয়। এটি আমাদের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। অন্যদিনের চেয়ে এই দিনটি একটু ব্যতিক্রমভাবে উদযাপন করা যেতেই পারে। তার মানে এই নয় যে এই উদযাপনে নগ্নতা, অশ্লীলতা ও বেহায়াপনা থাকতে হবে। সংস্কৃতি মানুষককে সুশীল হতে শেখায়, অশ্লীল হতে নয়। অশালীন সংস্কৃতির প্রভাবে দেশীয় ও ইসলামী মূল্যবোধের সংস্কৃতি বিলিন হতে চলেছে। ফল স্বরূপ ২ বছরের শিশু থেকে ৭০ বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। যে ছেলেটির হওয়ার কথা শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী বা প্রশাসক সে আজ হয়ে যাচ্ছে মাদকসেবী, ধর্ষক কিংবা সন্ত্রাসী। এসব কিছুর মূলে রয়েছে মূল্যবোধের অবক্ষয়। আর অবক্ষয়ের জন্য অশালীন ও নোংরা সংস্কৃতি অনেকাংশেই দায়ী। এ চিত্র একটি মুসলিমপ্রধান দেশের জন্য চরম লজ্জার বিষয়। এভাবে চলতে থাকলে অল্প সময়ের ব্যবধানে জাতি তার নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলবে। আগামী প্রজন্ম গড়ে উঠবে বিজাতীয় সংস্কৃতির মধ্যে। যার পরিণতি হবে ভয়াবহ। উল্লেখ্য, নেতৃবৃন্দ মাহে রমজানে দিনের বেলায় সিয়াম সাধনা ও রাতে কিয়ামুল লাইল পালনের পাশাপাশি অসহায় ও দুস্থ ও মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন। আসুন, মাহে রমজানের ফয়ুজাত ও বারাকাত হাসিলের লক্ষ্যে অশ্লীলতা পরিহার করে নববর্ষ উদযাপনে সতর্কতা অবলম্বন করি। বার্তা প্রেরক মোহাম্মদ রিয়াজ উদ্দিন সত্যনগরী দপ্তর সম্পাদক ইসলামী ছাত্রসেনা।

Comments

comments