পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
বছর শেষে শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে আবারো মুসলিম উম্মাহর কাছে এল মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ ঈদের মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ। ত্যাগের মধ্যেই এর সার্থকতা ও তাৎপর্য নিহিত। ত্যাগের আনন্দে উদ্ভাসিত পবিত্র ঈদুল আজহা মানুষকে মানবিক চেতনায় পুষ্ট হয়ে জগতের সকল সৃষ্টির কল্যাণে নিজেকে উৎসর্গ করার শিক্ষা দেয়। উৎসাহ জোগায় একটি সাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হতে। পবিত্র ঈদুল আজহায় মূলত পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। প্রকৃতপক্ষে কোরবানি দিতে হয় মানুষের সব রিপু তথা কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতাকে। বস্তুত মানুষের স্বচ্ছ-নির্মল হৃদয়ে পশুর স্বভাব বিদ্যমান থাকে। তাতে মানুষের স্বভাবে প্রকাশ পায় হিংসা-বিদ্বেষ, গর্ব-অহংকার, কপটতা, পরশ্রীকাতরতা, পরনিন্দা ইত্যাদি। মানবহৃদয়ের এই পশুত্ব মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে প্রধান বাধা। তাই নিজের মধ্যে তাকওয়াকে শাণিত করতে পশু কোরবানির পাশাপাশি নিজেদের পশুত্বকে কোরবানি দিতে হয়। আর তখনই সার্থক হয় প্রতীকী পশুর কোরবানি। আর এর মাধ্যমেই অর্জিত হয় মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি। সেদিক থেকে ঈদুল আজহা একটি অত্যন্ত মহিমান্বিত দিন। আল্লাহ তা’লার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করাই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। তবে কোরবানীর ত্যাগ-তিতীক্ষা ও তাকওয়ার চেতনা আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সমাজজীবন ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা অতীব জরুরি। আধ্যাত্মিকতাকে ছাপিয়ে বস্তুগত আনুষ্ঠানিকতাকে প্রাধান্য দিয়ে কুরবানির যে আয়োজন সেটা বর্জন করাই ইসলামের শিক্ষা। দেশমাতৃকার গঠনে নিজেকে নিয়োজিত করা আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এ দায়িত্ব পালনে দরকার প্রচুর ত্যাগ স্বীকারের মানসিকতা। পবিত্র ঈদুল আজহা আমাদের সে শিক্ষাই দেয়। পবিত্র ঈদুল আজহা থেকে সে শিক্ষা অর্জন না করে এটিকে নিছক আনুষ্ঠানিকতার ফ্রেমে বেঁধে ফেললে আমাদের দায়িত্ব অপূরণই থেকে যাবে।
পরিশেষে, দেশব্যাপী সামর্থ্যবান মুসলিম উম্মাহ জাগতিক পশু কুরবানির মাধ্যমে অন্তরাত্মার পশুকে কুরবানি দিয়ে নির্লোভ, মানবিক সমাজ গঠনে এগিয়ে আসবে, ধনী-নির্ধন ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে এটাই প্রত্যাশা।
সবাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা- ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
মুহাম্মদ শেখ ফরিদ মজুমদার
সভাপতি
ইসলামী ছাত্রসেনা
মুহাম্মদ ইমদাদুল ইসলাম
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্রসেনা