ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার অডিট সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি: আগামী ১২ আগস্ট ২০২৩ ইং অনুষ্ঠিতব্য ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার কাউন্সিলোত্তর অডিট সভা গত ৫ আগস্ট ২০২৩ ইং, শনিবার, বিকাল ৫:০০ টায় চেরাগি পাহাড়স্থ সালমা ভবন দলীয় কার্যালয়ে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ তৌহিদ মুরাদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অডিট সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে অডিট গ্রহণ করেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সহ-সাধারণ সম্পাদক ছাত্রনেতা এস. এম. ইসমাঈল, মুহাম্মদ মাসরুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তারেকুল ইসলাম তানিম, দপ্তর সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ। সভায় উপস্থিত থেকে অডিট পর্যবেক্ষণ করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা স. ম. হামেদ হোসাইন।