বোয়ালখালীতে ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে অহিংস ছাত্র রাজনীতির মডেল ইসলামী ছাত্রসেনার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ২১ শে জানুয়ারী রোজ রবিবার সন্ধ্যা ৬ টায় উপজেলাস্থ গ্রীণ চিলি হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কুরআনুল কারিমে তেলওয়াত করেন পৌরসভা সেনার সহ সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা। নাতে মুস্তাফা পরিবেশন করেন পৌরসভার সদস্য শায়ের মোঃ শাহেদ রেজা। দলীয় সংগীত পরিবেশন করেন মোঃ মামুন। ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি ছাত্রনেতা এস. এম ইসমাঈল। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী পৌরসভার সভাপতি মোঃ সাইফুল ইসলাম তাহেরী। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, আমাদের এই আন্দোলনে কঠিন সময় আসবে, তখন আমাদের ধৈর্য্য ধরতে হবে এবং মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্য কামনা করতে হবে। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, এশিয়া মধ্যে শান্তি ও সুশৃঙ্খল আর্দশবাহী একমাত্র ছাত্র সংগঠন হলো ইসলামী ছাত্রসেনা। এই সংগঠনের ছায়াতলে আসলে একজন ছাত্র সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ কে আলোকিত করে। এই সময় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলা সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আবদুল মুহিত, পৌরসভার সাংগঠনিক সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম, সন্ঞলনা করেন উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ তারেকুর রহমান। আরো উপস্থিত ছিলেন, আরমান হোসেন, ইমরান হোসেন মানিক, মোঃ রানা,আবু বকর মিজান, মুমিন বাদশা, ইশতিয়াক আহমদ বাবু, সাজ্জাদ হোসেন, মোঃ রবিউল হোসেন, মোঃ ফোরকান, তর্কি উল্লাহ রাগিব, মোঃ রাকিব, মোঃ সাঈদ, মোঃ মেহেদী, মোঃ ফয়সাল, মোঃ আরফাত প্রমুখ