‘পিস টিভি’ নিষিদ্ধ করার দাবীতে ফেনীতে ইসলামিক ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার মানববন্ধন
৯ জুলাই ফেনী র পরশুরামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা পরশুরাম উপজেলার উদ্যোগে বিতর্কিত স্যাটেলাইট চ্যানেল ‘পিস টিভি’ নিষিদ্ধ করার দাবী ও সাম্প্রতিক সময়ে দেশে-বিদেশে সংগঠিত বিভিন্ন জঙ্গী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, শহীদ লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক এ.বি.এম.আরাফাত মোল্লা, ` ফেনী জেলা ইসলামিক ফ্রন্ট এর সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বাশার চৌধুরী, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন মজুমদার, ফেনী জেলা ইসলামী ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলম টিপু, পরশুরাম উপজেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি হাফেজ শামছুল ইসলাম জাকারিয়া, সহ সভাপতি গাজী ইউসুফ, সাধারন সম্পাদক এনামুল হক জুয়েল প্রমুখ।