পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজে ইসলামী ছাত্রসেনার কমিটি গঠিত
৩০শে জুলাই, সকাল ১০ঘটিকায়, ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন উক্ত কলেজ শাখার সভাপতি কুতুবুল ইসলাম মিতালীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে *প্রধান অতিথি-হিসেবে দক্ষিণজেলার সহ সাধারণ সম্পাদক মঈনুদ্দীন তালুকদার ও *প্রধান বক্তা- দক্ষিণজেলার অর্থসম্পাদক এম. নেজাম উদ্দিন উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ লোকমান হোসেনকে সভাপতি ও মুহাম্মদ জাবেদ আলমকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।