অবিলম্বে আল্লামা ফারুকীর খুনীদের বিচারের দাবিতে ফেনীতে ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল
আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার বিশিষ্ঠ মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্ঠান্তমুলক শাস্তি প্রদান, নাস্তিকতা ও হিন্দুত্ববাদী বিতর্কিত পাঠ্যসূচী বাতিলের দাবীতে ফেনী শহরে ইসলামী ছাত্রসেনা বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ফেনী জেলা ইসলামী ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা আবদুল্লাহ আল মুজিব এর সভাপতিত্বে অগ্রভাগে নেতৃত্ব দেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফেনী জেলা সভাপতি জননেতা আলহাজ্ব এম.এ মনছুর মোল্লা। ফেনী জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সভাপতি জননেতা মাওলানা মোঃ মহিউদ্দিন, সেক্রেটারী জেনারেল জননেতা এম. জাকির হোসাইন, ইসলামী ছাত্রসেনা ফেনী জেলার সিনিয়র সহ সভাপতি ছাত্রনেতা নূর হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলম টিপু সহ জেলা ও উপজেলা ছাত্রসেনার নেতৃবৃন্ধ এসময় উপস্থিত ছিলেন।