দাগনভুইয়াতে ইসলামী ছাত্রসেনার মানববন্ধনে জনতার দাবী আল্লামা ফারুকী হত্যার বিচার চাই
আজ ২৭ শে আগস্ট শানিবার বিকাল ৪ ঘটিকায় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাএসেনা দাগনভুঞা উপজেলা আয়োজনে বিভিন্ন চ্যানেলের ইসলামীক অনুষ্ঠানের উপস্থাপক জনপ্রিয় ইসলামীক ব্যাক্তিত্ব শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) খুনীদের বিচার এর দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সাধারন সম্পাদক জননেতা আব্দুল হামিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জননেতা মাওলানা হাছনাইন আহমদ আল কাদেরী, জননেতা আনোয়ার হোসাইন, শাহজাহান কবীর ও ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলা সভাপতি ছাত্রনেতা নুর হোসাইন, সহ সভাপতি এম মুনির উদ্দিন, হাফেজ দেলোয়ার হোসাইন, জাহিরুল হক রাসেল, মোবারক হোসাইন । এছাড়া উক্ত মানব বন্ধনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা দাগনভূঞা উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন নূরুল ইসলাম ফারুকী (রহঃ) এর হত্যার ২ বছর অতিক্রম করলেও খুনিরা আজো নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে । প্রশা্সন তাদের গ্রেফতারের কোন পদক্ষেপ গ্রহণ করেনি বলে দেশে জঙ্গিবাদের মত সন্ত্রাসের সৃষ্টি হচ্ছে। এছাড়া বক্তারা আরো বলেন এদের শিকড় থেকে নির্মূল করতে না পারলে শুধু ইসলামীক চিন্তাবিদ নয় এই দেশের কোন ধর্মের শীর্ষস্থানীয় নেতারা নিরাপদ নয়।