লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রসেনা আয়োজনে শহীদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর স্মরণ সভা
শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) ২য় শাহাদাত দিবস উপলক্ষে ইসলামী ছাএসেনা চন্দ্রগন্জ থানা শাখা এক শোক সভার আয়োজন করে চন্দ্রগন্জ থানা আন্তরগত খালেকগন্জ সূফী রওসন আলী দাখিল মাদরাসা আডিটিরিয়ামে। উক্ত আলোচনা আনুষ্ঠানে উপস্থিত ছিলেন হয়রতুল আল্লাম সৈয়দ আবদুল মোকতাদীর হোসাইন (মাঃজিঃআঃ),পীর সাহেব পদুয়া দরবার শরীফ নোয়াখালী,সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত নোয়াখালী,প্রতিষ্ঠাতা খালেকগন্জ সূফী রওসন আলী দাখিল মাদরাসা, মুহাম্মদ সামসুদ্দহা আল কাদেরী (সদস্য ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি,সভাপতি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ,নোয়াখালী জেলা)। আরো উপস্থিত ছিলেন লক্ষীপুর ইসলামী ছাএসেনার সভাপতি, নোয়াখালী ইসলামী ছাএসেনার সহ-সভাপতি,চন্দ্রগন্জ ইসলামী ছাএসেনার সভাপতি। আলোচকরা শহীদ আল্লামা ফারুকীর জীবনী সম্পকে আলোচনা করেন।
পরে মিলাদ কিয়াম ও দোয়া দ্বারা আনুষ্ঠান শেষ করা হয়।