ফারুকীর খুনীদের বিচারের দাবিতে ঢাকায় ইসলামী ছাত্রসেনার সমাবেশে পুলিশী বাধার তীব্র নিন্দা
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর আয়োজনে গত শুক্রবার বাদে জুমা ঢাকা বায়তুল মোকাররম উত্তর গেইটে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহঃ) এর খুনীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচীতে পুলিশী বাঁধার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন।
তিনি বলেন- খুনীরা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ানো ও গত শুক্রবার জুমার সালাতের পর ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশে পুলিশী বাধা “সর্ষের মধ্যে ভূত” এর ইঙ্গিত বহন করে। আল্লামা ফারুকী হত্যার দীর্ঘ দুই বছর পেরিয়ে গেলেও খুনীদের গ্রেফতারে সরকার ও পুলিশ প্রশাসন এর রহস্যজনক নীরবতা জাতির সম্মুখে প্রশ্নবোধক চিহ্ন দাড় করিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন- আল্লামা ফারুকীর খুনীদের পুলিশ চেনে না একথা একজন বোকাও বিশ্বাস করে না। পুলিশের কাছে এই ব্যাপারে অনেক তথ্য মজুদ থাকার পরও পুলিশ প্রশাসন ও সরকারের সদিচ্ছার অভাবে আজ বিচারের বাণী নিভৃতে কাঁদছে।।
উল্লেখ্য, পুলিশী বাঁধা উপেক্ষা করে ইসলামী ছাত্রসেনা রাজপথে মিছিল করে এবং মিছিল শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে।