‘দক্ষিণ চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চাই’ – ইসলামী ছাত্রসেনা
প্রস্তাবিত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দক্ষিণ চট্টগ্রামে স্থাপন সহ বিভিন্ন গণদাবী নিয়ে ছাত্রসমাবেশ করেছে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। এইছাড়াও দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেক উপজেলায়( যেখানে নাই) ১টি করে সরকারি হাই স্কুল ও কামিল মাদরাসা স্থাপন, বিতর্কিত ইসলাম বিদ্বেষী শিক্ষানীতি ও পাঠ্যসূচি সংশোধনের দাবী জানিয়েছে সংগঠনটি।
দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ মইজ্জার টেকে অনুষ্টিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব শায়খুল হাদীস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন।