খবরের বিস্তারিত...

আল্লামা তৈয়ব শাহ (রহ.) ছিলেন একজন আন্তর্জাতিক সংগঠক- ইসলামী ছাত্রসেনা

আল্লামা তৈয়ব শাহ (রহ.) ছিলেন একজন আন্তর্জাতিক সংগঠক- ইসলামী ছাত্রসেনা

সেপ্টে. 09, 2017 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম ১ নং সিটি কর্পোরেশন ওয়ার্ড ও ১২ নং চিকনদন্ডী ইউনিয়ন শাখার যৌথ ব্যবস্থাপনায় আওলাদে রাসুল, মোজাদ্দিদে জামান, রাহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত, হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (রহ.) এর ২৫তম ওরশ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় ফতেয়াবাদ গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদরাসা মিলনায়নে কাজী আছাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রসেনা হাটহাজারী পশ্চিম পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ বদিউল আলম। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি মুহাম্মদ ইমদাদুল ইসলাম। বক্তব্য রাখেন ফ্রন্ট নেতা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আলী আকবর, এম. ফখরুদ্দীন জমির, এইচ এম মামুনুর রশীদ, এম আবু সাইফ মাহমুদ, এম আলী আসগর, এম. হাসিফ আলী, নুরুল আলম জীবন, মুহাম্মদ ইরফান উদ্দিন, জামাল উদ্দিন মুন্না, সিরাজুল ইসলাম রিগান, নুর মুহাম্মদ নয়ন প্রমুখ। বক্তাগণ বলেন, আল্লামা তৈয়ব শাহ (র.) একজন নিচক অলী ছিলেন না। তিনি একজন মাতৃগর্ভ অলী ছিলেন। এশিয়া উপমহাদেশে তিনি একজন আদর্শ সংগঠক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। আধ্যাত্মিকতা চর্চার পাশাপাশি মুসলিম উম্মাহকে সংগঠিত করার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। তিনি বৃহত্তর সুন্নী ঐক্যের জন্য কাজ করেছিলেন যার প্রকৃষ্ট উদাহরণ হল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী। আন্তর্জাতিক পরিমন্ডলে তাঁর দক্ষ সাংগঠনিক মেধা বিশ্ব সুন্নী মুসলমানকে এক কাতারে আসতে অনুপ্রাণিত করে।

Comments

comments