খবরের বিস্তারিত...


মুনাজাত ও দো‘আর মধ্যে হাত উঠানো সুন্নাত

জুলাই 17, 2018 আক্বীদা

**মুনাজাত ও দো‘আ**

মুনাজাত’-এর অর্থ চুপে চুপে মনের কথা আপন প্রিয়ের নিকট পেশ করা। শরীয়তের পরিভাষায়, কোন প্রয়োজন কিংবা সমস্যা নিয়ে নিজ মুনিব আল্লাহ্ তা‘আলার দরবারে পেশ করাকে মুনাজাত বা দো‘আ বলা হয়। এ মুনাজাত বা দো‘আ এক পর্যায়ে এবাদতই। যেমন- আল্লাহ্ তা‘আলা এরশাদ করেন-
ﻭَﻗَﺎﻝَ ﺭَﺑُّﻜُﻢْ ﺍُﺩْﻋُﻮْﻧِﻰْ ﺍَﺳْﺘَﺠِﺐْ ﻟَﻜُﻢْ ﺍَﻥَّ ﺍﻟَّﺬِﻳْﻦَ ﻳَﺴْﺘَﻜْﺒِﺮُﻭْﻥَ ﻋَﻦْ ﻋِﺒَﺎﺩَﺗِﻰْ ﺳَﻴَﺪْﺧُﻠُﻮْﻥَ ﺟَﻬَﻨَّﻢَ ﺩَﺍﺧِﺮِﻳْﻦَ ﻭَﺍِﺫَﺍ ﺳَﺄَﻟَﻚَ ﻋِﺒَﺎﺩِﻯْ ﻋَﻨِّﻰْ ﻓَﺎِﻧِّﻰْ ﻗَﺮِﻳْﺐٌ ﺍُﺟِﻴْﺐُ ﺩَﻋْﻮَﺓَ ﺍﻟﺪَّﺍﻉِ ﺍِﺫَﺍ ﺩَﻋَﺎﻥِ …
তরজমা: ‘‘এবং তোমাদের রব এরশাদ করেন, আমার নিকট দো‘আ-মুনাজাত করো, আমি ক্ববূল করব। যারা আমার ইবাদত তথা দো‘আ-মুনাজাত থেকে বিরত থাকে, অহংকারবশত, তারা শীঘ্রই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে যাবে। আর হে! আমার হাবীব! আমার বান্দারা আপনাকে আমার অবস্থানের ব্যাপারে জিজ্ঞাসা করছে, তাদেরকে বলে দিন, ‘আমি তাদের নিকটেই। আমাকে আহবানকারীর আহ্বানে (তা ক্বুবূলের মাধ্যমে) সাড়া দিই। তারা যেন (আপনার মাধ্যমে) আমার আহ্বানে সাড়া দেয় এবং আমার উপর পূর্ণ বিশ্বাস রাখে। নিশ্চয়ই তখন তারা সঠিক পথ পাবে।’’
এ আয়াত দ্বারা দো‘আ ও মুনাজাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য এবাদাত হওয়াই সাব্যস্ত হল।
হাদীসে পাকে উল্লেখ আছে-
ﻋَﻦِ ﺍﻟﻨُّﻌْﻤَﺎﻥِ ﺑْﻦِ ﺑَﺸِﻴْﺮٍ ﻗَﺎﻝَ ﺳَﻤِﻌْﺖُ ﺍﻟﻨَّﺒِﻰَّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍَﻟﺪُّﻋَﺂﺀُ ﻫُﻮَ ﺍﻟْﻌِﺒَﺎﺩَﺓُ ﺛُﻢَّ ﻗَﺮَﺃَ ﻭَﻗَﺎﻝَ ﺭَﺑُّﻜُﻢْ ﺍُﺩْﻋُﻮْﻧِﻰْ ﺍَﺳْﺘَﺠِﺐْ ﻟَﻜُﻢْ ﺍﻟﺨـ
অর্থাৎ হযরত নো’মান ইবনে বশীর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু বর্ণনা করেন, আমি হুযূর-ই করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লামকে এরশাদ করতে শুনেছি, ‘‘দো‘আ এবাদতই।’’ এরপর তিনি ‘সূরা গাফির’-এর ৬০ নম্বর (উপরোল্লিখিত) আয়াতটি তেলাওয়াত করেন।
আরো বর্ণিত আছে- ﻗَﺎﻝَ ﻟَﻴْﺲَ ﺷَﺊٌ ﺍَﻛْﺮَﻡَ ﻋَﻠَﻰ ﺍﻟﻠﻪِ ﻣِﻦَ ﺍﻟﺪُّﻋَﺂﺀِ
অর্থাৎ আল্লাহর কাছে দো‘আ ও মুনাজাতের চেয়ে আর কোন বস্তু অধিক সম্মানিত নেই।
হুযূর-ই করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন-
ﻣَﻦْ ﺳَﺮَّﻩ ﺍَﻥْ ﻳَّﺴْﺘَﺠِﻴْﺐَ ﺍﻟﻠﻪُ ﻟَﻪ ﻋِﻨْﺪَ ﺍﻟﺸَّﺪَﺁﺋِﺪِ ﻭَﺍﻟْﻜَﺮْﺏِ ﻓَﻠْﻴُﻜْﺜِﺮِ ﺍﻟﺪُّﻋَﺂﺀَ ﻓِﻰ ﺍﻟﺮَّﺧَﺂﺀِ
অর্থাৎ দুঃখ ও দুর্দশার অবস্থায় দো‘আ আল্লাহর দরবারে ক্ববূল হোক-এটা যে ব্যক্তি আশা রাখে, সে যেন স্বাভাবিক বা সচ্ছল অবস্থায় অধিকহারে দো‘আ-মুনাজাত করে।
হুযূর-ই আক্রাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আরো এরশাদ করেন- ﺍَﻟﺪُّﻋَﺂﺀُ ﻣُﺦُّ ﺍﻟْﻌِﺒَﺎﺩَﺓِ অর্থাৎ দো‘আ-মুনাজাতই ইবাদতের মগজ বা সারবস্তু। হুযূর-ই আক্রাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম আরো বলেন- ﻻَ ﻳَﺮُﺩُّ ﺍﻟْﻘَﻀَﺂﺀَ ﺍِﻻَّ ﺍﻟﺪُّﻋَﺂﺀُ ﺍﻟﺨـ অর্থাৎ দো‘আর দ্বারাই তাক্বদীর বদল হয়।
এভাবে দো‘আ ও মুনাজাতের গুরুত্ব সম্পর্কে অনেক হাদীসে পাক রয়েছে। সুতরাং দো‘আই আল্লাহর দরবারে গ্রহণীয় ইবাদত।
দো‘আর মধ্যে হাত উঠানো প্রসঙ্গেও অনেক হাদীসে পাক বর্ণিত আছে।
যেমন হযরত আবূ মূসা আশ্‘আরী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু হতে বর্ণিত-
ﺩَﻋَﺎ ﺍﻟﻨَّﺒِﻰُّ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺛُﻢَّ ﺭَﻓَﻊَ ﻳَﺪَﻳْﻪِ ﻭَﺭَﺃَﻳْﺖُ ﺑَﻴَﺎﺽَ ﺍِﺑِﻄَﻴْﻪِ
অর্থাৎ হুযূর-ই করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম দো‘আ করার সময় হাত মোবারক উত্তোলন করেন। তখন তাঁর দু’বগল শরীফের শুভ্রতা দেখার আমার সৌভাগ্য হয়েছে।
হযরত ওমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুর বর্ণনা-
ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍِﺫَﺍ ﺭَﻓَﻊَ ﻳَﺪَﻳْﻪِ ﻓِﻰ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ ﻭَﻟَﻢْ ﻳَﺤُﻄَّﻬُﻤَﺎ ﺣَﺘّﻰ ﻳَﻤْﺴَﺢَ ﺑِﻬِﻤَﺎ ﻭَﺟْﻬَﻪ
অর্থাৎ হুযূর-ই করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম যখন দো‘আর জন্য হাত মুবারক উত্তোলন করতেন, তা চেহারা মুবারককে বুলিয়ে নেয়ার পূর্বে নামিয়ে নিতেন না।
হযরত ইবনে ওমর রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহুমা বর্ণনা করেন-
ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍِﻥَّ ﺭَﺑَّﻜُﻢْ ﺣَﻰٌ ﻛَﺮِﻳْﻢٌ ﻳَﺴْﺘَﺤْﻰٖ ﺍَﻥْ ﻳَﺮْﻓَﻊَ ﺍﻟْﻌَﺒْﺪُ ﻳَﺪَﻳْﻪِ ﻓَﻴَﺮُﺩَّﻫُﻤَﺎ ﺻَﻔْﺮًﺍ ﻻَ ﺧَﻴْﺮَ ﻓِﻴْﻬِﻤَﺎ ﺍﻟﺨـ
অর্থাৎ হুযূর-ই আক্রাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম এরশাদ করেন, নিশ্চয় তোমাদের রব অত্যন্ত লজ্জাশীল দয়াময়। তিনি লজ্জাবোধ করেন যে, তাঁর কোন বান্দা (দো‘আর জন্য) দু’খানি হাত উত্তোলন করবে আর তিনি তা খালি ফিরিয়ে দেবেন।
ইমাম যুহ্রীর বর্ণনা-
ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﺮْﻓَﻊُ ﻳَﺪَﻳْﻪِ ﻋِﻨْﺪَ ﺻَﺪْﺭِﻩ ﻓِﻰ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ ﺛُﻢَّ ﻳَﻤْﺴَﺢُ ﺑِﻬَﺎ ﻭَﺟْﻬَﻪ
অর্থাৎ হুযূর-ই আক্রাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম দো‘আ করার সময় উভয় হাত মুবারক পবিত্র বক্ষ মুবারক পর্যন্ত উত্তোলন করতেন। দো‘আ শেষে হাত দু’টি নিজ চেহারা মুবারকে বুলিয়ে নিতেন।
দো‘আ করার অনেক নিয়ম-কানূন রয়েছে। ইমাম আহমদ রেযা বেরলভী রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির পিতা আল্লামা নক্বী আলী খাঁন তাঁর প্রসিদ্ধ লিখনী- ﺍَﺣْﺴَﻦُ ﺍﻟْﻮِﻋَﺎﺀِ ﻟِﺎٰﺩَﺍﺏِ ﺍﻟﺪُّﻋَﺂﺀِ নামক কিতাবে দো‘আর ৬০টি নিয়ম বর্ণনা করেছেন। তন্মধ্যে ২৪তম নিয়ম হল অত্যন্ত বিনয়ের সাথে আপন দু’টি হাত আসমানের দিকে বক্ষ বা কাঁধ বরাবর অথবা চেহারা বরাবর উত্তোলন করা অথবা পুর্ণহাত উত্তোলন করা, যাতে বগল যুগল প্রকাশ পায়। ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি তা‘আলা আলায়হি উক্ত কথার টীকায় বর্ণনা করেন, বিভিন্ন হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, নি’মাত চেয়ে দো‘আর সময় হাত দু’টি আকাশের দিকে করবে। বালা-মুসীবত দূরীভূত করার জন্য দো‘আর সময় হাতের পিঠ দিয়ে দো‘আ করবে। কখনো কখনো শুধু শাহাদাত আঙ্গুলের ইঙ্গিত দিয়ে দো‘আ করার কথা বর্ণনায় এসেছে।
মুহাম্মদ ইবনে হানীফা রহমাতুল্লাহি তা‘আলা আলায়হির মতে দো‘আ চার প্রকারঃ
১. আশা আকাঙ্ক্ষার দো‘আ। সেখানে হাত দু’টি আসমানের দিকে করবে।
২. ভয়ের দো‘আ। এখানে হাতের পিঠ নিজ চেহারার দিকে রাখবে।
৩. আহাজারীর দো‘আ। এখানে হাতের অনামিকা ও কনিষ্ঠা আঙ্গুল দু’টি বন্ধ রাখবে। আর মাধ্যমা ও বৃদ্ধাঙ্গুলী দিয়ে বৃত্ত করবে এবং শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করতে থাকা।
৪. গোপনে দো‘আ। এখানে মনে মনে ফরিয়াদ করা ও মুখে কিছু না বলা।
দো‘আ-মুনাজাতের আরো অনেক নিয়ম-কানূন রয়েছেঃ যেমন- আসমা-ই হুস্না, নবীগণের ওসীলা, ওলীগণের ওসীলা, মাতা-পিতার ওসীলা নিয়ে দো‘আ করলে তা ক্ববূল হওয়ার অধিক সম্ভাবনা থাকে।
সুতরাং দো‘আ করার ব্যাপারে উপরোল্লেখিত নিয়ম-কানূন পালন করাই শ্রেয়। আর কিছু দো‘আ আছে সেখানে হাত উঠানো নেই। যেমন নামাযে দো‘আ-ই মা’সূরাহ্ বা শেষ বৈঠকের দো‘আ, হাম্মাম তথা বাথরুমে যাওয়া আসার দো‘আ, খোৎবার দো‘আ ইত্যাদি।
নামায শেষে যে দো‘আ করা হয়, সেখানে হাতে উঠানোর বিধান ও নিয়ম আমাদের শরীয়তে প্রচলিত আছে।
হযরত আস্ওয়াদ আমেরী তাঁর পিতা হতে বর্ণনা করেন-
ﺻَﻠَّﻴْﺖُ ﻣَﻊَ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪُ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﺍَﻟْﻔَﺠْﺮَ ﺳَﻠَّﻢَ ﺍِﻧْﺤَﺮَﻑَ ﻭَﺭَﻓَﻊَ ﻳَﺪَﻳْﻪِ ﻭَﺩَﻋَﺎ
অর্থাৎ হুযূর-ই আক্রাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর সাথে আমি ফজরের নামায পড়েছি। সালাম ফেরানোর পর মুসল্লীদের দিকে ফিরে গেলেন এবং হাত মুবারক উঠিয়ে দো‘আ করলেন।
ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হি বলেন, দো‘আর মধ্যে হাত উঠানোর ব্যাপারে ১০০টির মত হাদীস আছে। সবগুলোকে আমি ﻓَﺾُّ ﺍﻟْﻮِﻋَﺎﺀِ ﻓِﻰْ ﺍَﺣَﺎﺩِﻳْﺚَ ﺭَﻓْﻊِ ﺍﻟْﻴَﺪَﻳْﻦِ ﻓِﻰ ﺍﻟﺪُّﻋَﺎﺀِ নামক কিতাবে সংকলন করেছি। সব ক’টির মধ্যে এ কথার উল্লেখ আছে যে, হুযূর-ই আক্রাম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম দো‘আ করার সময় হাত মুবারক উঠিয়েছেন। এ সব দো‘আ বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে করা হয়েছে; কিন্তু সব ক’টিতে হাত উঠানোর কথা উল্লেখ আছে। তাই এ বিষয়টি সর্বোত্তমরূপে ﻣﺘﻮﺍﺗﺮ (মুতাওয়াতির) হাদীস দ্বারা সাব্যস্ত হল এবং দো‘আর মধ্যে হাত উঠানো সুন্নাত প্রমাণিত হল।

(সংগৃহীত)

Comments

comments