খবরের বিস্তারিত...


চট্টগ্রামে জনসভা সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রসেনার মনিটরিং সেল গঠিত

অক্টো. 24, 2023 সাংগঠনিক খবর

চট্টগ্রাম প্রতিনিধি: সরকারের প্রভাবমুক্ত স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন এবং সন্ত্রাস-জঙ্গিবাদমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের লালদিঘী ময়দানে অনুষ্ঠিতব্য জনসভা সফল করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করেছে চট্টগ্রামে অবস্থানরত ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ। গত ২১ অক্টোবর ২০২৩ ইং, শনিবার, বিকাল ৪:০০ টায় চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম জেলার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ ইমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, প্রচার সম্পাদক ছাত্রনেতা এস এম ইসমাঈল, সহ-প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মিছবাহুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শহীদুল ইসলাম, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ মাসরুর রহমানসহ গুরুত্বপূর্ণ দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় জনসভা সফল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় এবং চট্টগ্রামে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দের জন্য বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করা হয়। এ ছাড়াও জনসভা সফল করার লক্ষ্যে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম জেলা নেতাকর্মীদের কার্যক্রম তদারকি করার জন্য নিন্মোক্ত মনিটরিং সেল গঠন করা হয়।
প্রধান: এইচ. এম. মুনির উদ্দিন
সচিব: মুহাম্মদ কাউছারুল ইসলাম সোহেল
সদস্য: মুহাম্মদ ফরিদুল হক
সদস্য: মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরী
সদস্য: ইঞ্জিনিয়ার মুহাম্মদ রাকিব উদ্দিন

Comments

comments