আল্লামা মোশাররফ হোসাইন হেলালীর উপর হামলার প্রতিবাদে ছাত্রসেনা ঢাকা নগরের বিক্ষোভ সমাবেশ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব, বাংলাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠার অন্যতম বলিষ্ঠ নেতৃত্ব আল্লামা মোশাররফ হোসাইন হেলালী সাহেবের উপর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগরাপাড়া এলাকায় ঈদে মিলাদুন্নবী (দরুদ) মাহফিলে মওদুদী-ওহাবীবাদী সন্ত্রাসীদের কর্তৃক হামলার প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবীতে ইসলামী ছাত্রসেনা ঢাকা নগরের আয়োজনে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
ছাত্রসেনা ঢাকা নগরের সভাপতি আবু সাঈদ শাফিনের সভাপতিত্বে অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব এডভোকেট জাহাঙ্গীর আলম রেজভী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন। এতে আরো বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট ঢাকা নগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীদ রিজভী, ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কফিল উদ্দীন রানা প্রমুখ।