বাঁশখালীতে প্রতিবাদী জনতার মিছিলে পুলিশের গুলিঃ ইসলামী ছাত্রসেনার তীব্র নিন্দা
বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রচেষ্টার প্রতিবাদে অনুষ্ঠিত মিছিলে পুলিশের নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিন জেলা ও বাঁশখালী থানা নেতৃবৃন্দ।
স্থানীয় জনগণ অভিযোগ করেছে বেসরকারি কয়লা বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য প্রভাব খাটিয়ে জোর করে জমি অধিগ্রহন করা হয়েছে এবং এই বিদ্যুৎকেন্দ্রের ফলে তাদের লোকালয় জনপদ আর ফসলি জমির সর্বনাশ হবে। এমতাবস্থায় তারা প্রতিবাদে নামলে পুলিশ গুলি চালাই এবং এতে সর্বশেষ খবর অবধি ৪ জন নিহত হয়। ইসলামী ছাত্রসেনা নেতৃবৃন্দ এহেন পরিস্থিতি নিয়ন্ত্রনে সরকারের উদ্ধতন কর্তৃপক্ষ্যের দায়িত্বশীল হস্তক্ষেপ কামনা করেন এবং সমস্যা সমাধানের জন্য জনগণ ও প্রশাসনকে সাথে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান।