ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দপ্তরের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দপ্তরের সাথে আওতাধীন জেলা শাখা সমূহের মতবিনিময় ছাত্রসেনা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব আহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল কফিল উদ্দীন রানা। এতে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বিশ্ববিদ্যালয়) ইকবাল হোসাইন, চট্টগ্রাম নগর সহ-সভাপতি সুলতান আহমেদ, চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি নুরুল আবছার কফিল, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি খন্দকার জামাল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি জসিম উদ্দীন আকাশ, সম্মিলিত বেসরকারী বিশ্ববিদ্যালয় (চট্টগ্রাম জেলা) সভাপতি ইরফান উদ্দীন সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। সভায় আসন্ন বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা সফল করতে খন্দকার জামালকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দীন জাহেদকে সচিব করে প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য ছাত্রসেনার কেন্দ্রীয় পর্ষদের পরিকল্পনা অনুসারে দেশের প্রতিটা বিভাগে আওতাধানীন জেলার কর্মীদের নিয়ে বিভাগীয় সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।