প্রতিটা শিক্ষাপ্রতিষ্টানে জঙ্গীদের প্রতিহত করা হবে-চাঁদপুরে ছাত্রসেনা সভাপতি মনির হোসাইন
ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সভাপতি মনির হোসাইন বলেছেন- ইতিপূর্বে কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গীবাদে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদেরও জঙ্গীবাদে জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। তিনি এই পরিস্থিতিতে উদ্ধেগ জানিয়ে বলেন- শিক্ষাপ্রতিষ্টান নয়, মূলত উগ্র সালাফী মতবাদই জঙ্গীবাদের মূল কারণ। তাই প্রতিটা শিক্ষাপ্রতিষ্টানে এই উগ্র মতবাদের প্রচারক ও উসকানীদাতাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।
ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা আয়োজনে অনুষ্ঠিত ঈদ পূর্নমিলনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এতে আরো বক্তব্য রাখেন ছাত্রসেনা চাঁদপুর জেলার সাবেক সভাপতি মানজুর আলম।