মদিনা শরীফ ও ঢাকার গুলশানে জঙ্গী হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রসেনার বিক্ষোভ মিছিল
ঈদুল ফিতরের আনন্দ ঘন সময়ে ইফতার গ্রহণ এর পূর্ব মুহূর্তে সালাফী বাদী তথাকথিত আহলে হাদীস জঙ্গিরা মহাবিশ্বের প্রাণকেন্দ্র, ইশক ও মুহাব্বতের ক্বিবলা দয়াল নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা’র পবিত্র কোলে বোমা হামলা করেছে, অন্যদিকে একই আদর্শের জঙ্গীরা বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের অভিজার রেস্তোরায় দেশী-বিদেশী নাগরিকদের জিম্মী করে হত্যা করেছে। উগ্রবাদীদের এহেন হীন কর্মকান্ডের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ আয়োজন করে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা। এতে বক্তারা বলেন- ‘জেগে উঠো মুসলিম সমাজ। আমার আপনার কাছেই এই সালাফী ও লা মাজহাবী জঙ্গিদের অবস্থান। তাই নিজ নিজ দায়িত্বে বিক্ষোভ প্রতিবাদে মুখর হোন। সমগ্র বিশ্বকে জানিয়ে দিন দ্বীন ইসলামের সমুজ্জ্বল আদর্শের সাথে সালাফী, মওদুদী, আহলে হাদীস, লা-মাজহাবী জঙ্গিবাদের সাথে ন্যুনতম সম্পর্ক নাই। জঙ্গিরা ইহুদী ইজরায়েল ও বিশ্বের সকল মন্দের সূতিকাগার আমেরিকার সৃষ্টি। ওরা ইহুদি খৃষ্টান ও নাস্তিকদের স্বার্থ বাস্তবায়ন করছে’।