ফতেয়াবাদে ইসলামী ছাত্রসেনার সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্টিত
ইসলামী ছাত্রসেনা হাটহাজারী ১২নং চিকনদন্ডী ও ১নং দক্ষিন পাহাড়তলি শাখা ব্যবস্থাপনায় :- জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ চিকনদন্ডী ছাত্রসেনা সাধারন সম্পাদক- এম রাশেদুল ইসলাম রাসেল এর সঞ্চলনায় -সভাপতি- কাজী অাসাদুজ্জামানের সভাপতিত্বে- ফতেয়াবাদ চত্বরে বিকাল ৪ ঘটিকায় অনু্ষ্ঠিত হয়। সমাবেশে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন চিকনদন্ডী ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সভাপতি জনাব হাসান মাসুদ মেম্বার-প্রধান বক্তা এম মাওলানা নাছির উদ্দিন,চিকনদন্ডী ইসলামিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম,সাবেক ছাত্রনেতা অালহাজ্ব হোসাইন,এরশাদুর রহমান ইয়াছির এরশাদ,অালী অাকবর,মাওলানা অাকবর,জাকের জাকের হোসেস,এম নজুরল ইসলাম,হাফেজ মামুন,জমির উদ্দিন,রিগান,জীবন, ইরফন,রিয়াজ,ফয়সাল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জিহাদ অার জঙ্গিবাদ এক কথা নয়। ইসলামের সাথে সন্ত্রাসী কর্মকান্ড জঙ্গিবাদেরর কোন সম্পর্ক নেই।