খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার শিক্ষা সফর সম্পন্ন

জুলাই 28, 2016 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখা সাংগঠনিক সফরে আজ সকাল ৮ঘটিকায় সংগঠনের সভাপতি মুহাম্মদ বোরহান রব্বানির নেতৃত্বে হারুয়ালছড়ি থেকে মিরশরাই এর উদ্দেশ্য যাত্রা শুরু করে।পথিমধ্যে তারা নয় টিলার মাজার জেয়ারত করে সকলে আনন্দে উল্লাসের সহিত মিরশরাই এর অন্যতম পর্যটন কেন্দ্র খৈয়াছড়ি ঝর্ণায় এসে উপস্থিত হয়।উক্ত সাংগঠনিক সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক খ ম মুজাম্মেল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা।খৈয়াছড়ি তে ভ্রমণ শেষ করে হারুয়ালছড়ি ইউনিয়ন ইসলামী ছাত্রসেনার নেতা কর্মীরা মুহুরি প্রজেক্ট ভ্রমন করে।সেখান অতিথি দের বক্তব্য ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতারর মাধ্যমে দিনব্যাপী সাংগঠনিক সফর সমাপ্তি করে।এই সাংগঠনিক সফরে সর্বাত্মক সহোযগিতা করার জন্য ইসলামী ছাত্রসেনা হারুয়ালছড়ি ইউনিয়ন শাখার নেতা কর্মীরা ইসলামী ছাত্রসেনা মিরসরাই উপজেলার নেতৃবৃন্দের কাছে বিশেষ শুকরিয়া আদায় করে।

Comments

comments