বোয়ালখালী উপজেলা ছাত্রসেনার অভিষেক ও প্রশিক্ষণ’১৬ সম্পন্ন
৬ আগস্ট বিকাল ৩টা থেকে শাখার উপজেলা কার্যালয়ে নব-গঠিত ইসলামী ছাত্রসেনা বোয়ালখালী উপজেলার অভিষেক ও প্রশিক্ষণ কর্মশালা শাখার সভাপতি ছাত্রনেতা গিয়াস উদ্দীন এর সভাপতিত্বে ও সম্পাদক শাহেদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।এতে *প্রধান অতিথি হিসেবে উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাধারণ সম্পাদক জননেতা এইচ.এম.জহুরুল ইসলাম সও: *প্রধান প্রশিক্ষক হিসেবে শিক্ষাবিদ খ.ম.মোজাম্মেল হক কাদেরী, *বিশেষ অতিথি জননেতা আবু তাহের দুলাল ” ” ডা.মাওলানা সামাদ *প্রধান বক্তা দক্ষিণজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা এনামুল হক, *বিশেষ বক্তা দক্ষিণজেলা ছাত্রসেনার সহ-সাংগঠনিক সম্পাদক আবু রায়হান ফয়সাল সহ উপজেলার ও পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।