খবরের বিস্তারিত...


ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন থানা সাংগঠনিক সম্পাদকদের মতবিনিময়

অক্টো. 22, 2016 সাংগঠনিক খবর

১৫-১০-২০১৬ রোজ শনিবার বিকাল ৩ ঘটিকা হইতে বাদে মাগরিব পর্যন্ত মুরাদপুরস্থ হোটেল জামানে প্রগতিশীল ও অহিংস ছাত্র রাজনীতির অনুপম মডেল ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সকল পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক ও সদ্য গঠিত আহবায়ক কমিটির সচিবদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল হক। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন,ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন যে সব পৌরসভা শাখার আওতাধীন ইউনিয়ন,কলেজ ও মাদ্রাসা শাখা গঠিত হয় নাই সে সব ইউনিয়ন,কলেজ ও মাদ্রাসা শাখা গঠন করার জন্য জোরালোভাবে নির্দেশ প্রদান করেন। পাশাপাশি আপন আপন পৌরসভা শাখার আওতাধীন ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদকের সাথে মতবিনিময় করে কমিটি গঠন করার জন্য নির্দেশনা প্রদান করেন। পরিশেষে ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন সদ্য যে সমস্ত অাহবায়ক কমিটি গঠণ করা হয়েছে ঐ সব কমিটি গুলি আগামী এক মাসের মধ্যে কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।

Comments

comments