খবরের বিস্তারিত...


আল্লামা ফারুকী হত্যাকান্ডের বিচার না হওয়াতে আইনের শাসন প্রশ্নবিদ্ধ- ইসলামী ছাত্রসেনা

আগস্ট 27, 2017 সাংগঠনিক খবর

অাহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম অালেমেদ্বীন-বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্বব- শাইখ অাল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ:) শাহাদাত বার্ষীকি উপলক্ষে- অালোচনা সস্রবা ও দোয়া মাহফিল ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখার ব্যবস্থাপনায়:-নগর সভাপতি- কাজী সুলতান অাহমদের সভাপতিত্বে দলীয় কার্যালয় ইমাম ম্যানসনে অনুষ্ঠিত হয়- প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সভাপতি- ছাত্রনেতা অাহসানুল অালম- বিশেষ বক্তা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক- অাহমদ রেজা— সহ নগর সেনা সহ সাধারন সম্পাদক- মুনির উদ্দিন- রিদুয়ান- সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ রাশেদুল ইসলাম রাসেল- প্রশিক্ষণ বিষয় সম্পাদক- শিহাব উদ্দিন- অাবুল হাশেম রাশেদ- অাব্দুল্লা অাল মামুন- বক্তরা বলেন-অাল্লাম নুরুল ইসলাম ফারুকী কে সালাফি লা মাযহাবী- এদেশের জঙ্গি গোষ্ঠীরা হত্যা করেছে- তারা এখনো ছদ্নবেশে- এদেশে ঘুরে বেড়ায়- তারা মনে করেছিলো একজন ফারুকী কে হত্যা করে সুন্নিয়তের প্রচার প্রসার বন্দ করে দিবে- কিন্তু একজন  ফারুকী শাহাদত বরণ করেছে লক্ষ লক্ষ ফারুকী তৈরি হয়েছে- তাই সরকার প্রশাসনের প্রতি বক্তরা অনুরোধ জানান- ফারুকী সহ সকল হত্যাকান্ডের সুষ্ঠ বিচার করে – শাস্তি অাওতায় অানতে হবে– নয়তোবা অাগামীতে এর পরিণাম ভয়াবহ হবে–

Comments

comments