খবরের বিস্তারিত...


বাধ সংস্কারের দাবিতে রাজনগরে ইসলামী ছাত্রসেনার মানববন্ধন

জুলাই 09, 2018 সাংগঠনিক খবর

ইসলামী ছাত্রসেনা ৬ নং টেংরা ও ৭ নং কামারচাক ইউ.পি শাখার যৌথ উদ্যোগে রাজনগর উপজেলার তারাপাশা বাজার চৌমূহনা চত্ত্বরে  গত ০৮-০৭-২০১৮ ইং রোজ রবিবার বিকাল ৫ ঘটিকার সময় টেংরা টু তারাপাশা রোডের ঝুঁকিপূর্ণ উজিরপুর বাঁধের দ্রুত সংস্কারের দাবিতে মোঃ জাকির হোসেন শাকিব এর সঞ্চালনায় এবং টেংরা ও কামারচাক ইউনিয়নের সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হক এর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্টিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের (সিলেট বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম.ওলীউর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজ রাজনগর এর সভাপতি আহমদুর রহমান ইমরান,বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জনাব বশারত আলী,জনাব কনাই খান,জনাব শফিক মিয়া, ইউপি সদস্য জনাব জিয়াউর রহমান (জিয়া),হাফেজ শফিকুল ইসলাম,মাওঃ আবুল হোসাইন, উক্ত মানববন্ধনে বক্তারা বলেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা টু তারাপাশা রোডের হরিপাশা বাজার থেকে উজিরপুর পর্যন্ত ঝুঁকিপূর্ণ রাস্তার কারণে যানবাহন চলাচলের ক্ষেত্রে যাত্রী ও গাড়ী চালকদের মধ্যে একধরনের ভয় কাজ করছে যা খুবই ভয়াবহ।বড় গাড়িতো দূরের কথা ২টি CNG ও পাশাপাশি পাড়াপাড় হতে পারেনা। যার ফলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাধেঁর উপর।রাজনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার তারাপাশা হওয়ার কারণে বড় ধরনের কোন মালবাহী গাড়ি বাজারের ঝুঁকিপূর্ণ রাস্তা হওয়ায় প্রবেশ করতে পারেনা।ফলে ব্যবসায়ীদের দিতে হয় বাড়তি ভাড়া।স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রী, সরকারী চাকুরিজীবি এমনকি অসুস্থ্য রোগীও যথা সময় গন্তব্যে পৌছাঁতে পারে না।সমতল জায়গা থেকে বাঁধ অনেক উচুঁ হওয়ার কারণে যে কোন সময় গাড়ি চিটকে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।তাই অতিদ্রুত বাঁধের সংস্কার বা বাঁধের পাশ দিয়ে যাওয়া সরকারী রাস্তা যানবাহন চলাচল উপযোগী করার জন্যে সংলিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান।এছাড়াও উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন হাফেজ সাইফুল ইসলাম,হাফেজ রিয়াজ উদ্দীন,জনাব রুশেন মিয়া, আবুল হোসেন, শিহাব উদ্দীন,ইউছুফ আলী কামরুল,আব্দুল ওহাব,প্রমুখ।

Comments

comments