খবরের বিস্তারিত...


শহীদ আব্দুল হালিমের স্মরণে চারণ কবি KM.N Islam Hulainy’র কবিতা

জুলাই 09, 2018 অন্যান্য

শোকাবহ শহীদ হালিম দিবস

***************

***************

কে.এম.নূরুল ইসলাম হুলাইনী ।

KM.N Islam Hulainy

 

ইশকে রছুল (দঃ), ছিল যার অতুল ,
সত্যসেনানী বীর ।
দিয়ে গেল প্রাণ, দেয়নি ঈমান
নত নাহি যার শির ।

দশ’ই জুলাই, চন্দ্রঘোনায়
তৈয়বিয়া মাদ্রাসায় ।
কসাইরা এসে, ভাসিয়ে দিয়েছে,
রক্তের বন্যায় ।

রাত্রি নিশিতে, প্রতিশোধ নিতে
হিংস্র হায়েনা এসে ।
খঞ্জর হাতে, হত্যায় মাতে,
কপট বন্ধুর বেশে।

শোনরে জালিম, এই সে হালিম,
সেনানী অগ্রপথিক ।
শহীদি প্রেরণা, ঈমানী চেতনা,
সুন্নিয়াতের প্রতীক ।

প্রিয়নবী(দঃ) শানে, আঘাত যে হানে ,
জল্রাদও যদি হয় ।
শহীদ হালিম, দিয়েছে তালিম,
আপোষ কখনো নয় ।

নেই নেই ক্ষমা, সব ক্ষোভ জমা ,
নিতে হবে প্রতিশোধ ।
হাতে ধরো হাত, হানো কষাঘাত ,
গড়ে তোল প্রতিরোধ ।

*

*

*

“শহীদ হালিম স্মরণে”
“নিবেদিত প্রাণ”

কে.এম.নূরুল ইসলাম হুলাইনী।

KM.N Islam Hulainy
——————————-
পাহাড়ী চট্টলার ঘা ঘেষা দ্বীনি গুলিস্তান
মাদ্রাসা-এ-তৈয়বিয়া অদুদিয়া সুন্নীয়া নাম।

তাতে বিকশিত এক রক্ত গোলাপ কনিকা
যার ললাটে চক্ষে শহীদী কালির লিখা।

হালিম জ্ঞান পিঁপাসু এক সুন্দর প্রতিভা
যার মুক্ত মন মালন্ঞে জ্বলে সত্যের বিবা।

থাকত হালিম নিমগ্ন এলেম লাভে দিবা যামী
সত চরিত্রবান হালিম নামাযী কালামী।

বিপ্লবী এক অশুভ শক্তির অপপ্রয়াসে
এই জ্ঞান তাপসীর দ্বীপ যেন নিভে অাসে।

এক নর পাষান্ড লেগেছে পিছু বন্ধু বেশে
এক বীনা তাঁর যেন এরা চলে খেলে হেসে।

ঊনিশশত ছুরাশির দশ জুলাই ঘটে রক্তপাত
ঐ বেদনা বিদূর স্মৃতি অাজো করে অাঘাত।

নির্মম জিঘাংসায় ঐ ধূর্ত কালো ভ্রমর
চুপিসারে শয্যায় রাখে সে শানিত খন্জর।

নিস্তর নিতর তমাসাবৃত পল্লী যামিনী
তন্দ্রা বিভোর হালিম জাগ্রত কাল নাগিণী।

ঐ পশু চালায় ছুরী হালিম ভাইয়ের গলায়
নিমেষে হালিম স্বর্গীয় উদ্যানে ছূটে চলে।

প্রাণহীন শব করে শোণিত অবগাহন
পড়েছে শুয়ে অকালে একটি পুস্প জীবন।

অাজো রিক্ত বুঝি দূঃখিনী জননীর কোল
বেহেস্তী নাগর দোলায় সে দোলে দোল দোল।

বলত হালিম কেবল ছাত্রসেনার কথা
এতটুকু অপরাধে চলে এই বর্বরতা।

তাঁর এই অাত্বাদান হাজার বছর ধরে
যোগাবে প্রেরণা প্রজন্ম সেনানীর অন্তরে।

সমাধি তাঁর অাজিবনে বেহেস্তী গুলশান
থাকবে চির অমর এই “নিবেদিত প্রাণ”

*

*

আজ শহীদ হালিম দিবস

কে.এম.নূরুল ইসলাম হুলাইনী

KM.N Islam Hulainy
————————-

 

লাখো সেনার কণ্ঠে বাজুক
হালিম আমার ভাই ।
আবার এলো রক্তরাঙা
দশই জুলাই ॥

ইসলামী ছাত্রসেনার
প্রথম শহীদ কে ?
ছাত্রসেনার নামে প্রথম
রক্ত দিল কে ?
জীবন দিয়ে সুন্নীয়াতের
গর্ব আনল যে ,
আন্দোলনে শহীদি পথ
চিনিয়ে দিল কে ?

সে যে আমার বীরসেনানী
শহীদ হালিম ভাই ॥
আবার এলো রক্তরাঙা
দশই জুলাই ॥

যায় যাবে যাক জীবন দেবো
শপথ নিলো কে ?
রক্ত দেবো ঈমান নহে
দেখিয়ে দিল যে ,
ন্যায়ের পথে অটল থাকতে
শিখিয়ে গেল কে ?
বাতেল সনে আপোষ নহে
দেখিয়ে গেল কে ?
সে যে মোদের বীর সেনানী
শহীদ হালিম ভাই ॥
আবার এলো রক্তে রাঙা
দশই জুলাই।

বীরের মত শির দিয়েও
আমামা দেয়নি যে ,
শাহাদতের সুধাপানে
ধন্য হয়েছে ।
লক্ষসেনার গর্বের ধন
শহীদ হালিম ভাই ॥
আবার এলো রক্তরাঙা
দশই জুলাই ।

ভুলিনিকো ,ভুলিব না ,
ভুলতে নাহি চাই ।
লাখো সেনার কণ্ঠে বাজুক,
”হালিম আমার ভাই” ॥

Comments

comments