খবরের বিস্তারিত...


হযরত শাহ আবু সাঈদ ফারুকী মুজাদ্দেদী (রহঃ) এর সংক্ষিপ্ত জীবনী

জন্ম: ১০ ই অক্টোবর, ১৭৮২ ইং ( ২ জিলকদ, ১১৯৬ হিজরী)
জন্মস্থানঃ রামপুর, উত্তর প্রদেশ, হিন্দুস্তান
পিতা: হযরত শাইখ শফিউল কাদের মুজাদ্দেদী (রহঃ)
দাদা: হযরত শাইখ আজিজ আল কাদের মুজাদ্দেদী (রহঃ)
পরদাদা: হযরত শাইখ মুহাম্মাদ ইসা মুজাদ্দেদী (রহঃ)
( হযরত শাইখ সাইফুদ্দিন মুজাদ্দেদী সেরহেন্দী (রহঃ) এর সন্তান )

বংশ: পিতা ও মাতা উভয় দিক থেকে হযরত মোজাদ্দেদ আলফেসানী (রহঃ) বংশধর।

মায়ের নাম: ফয়েজ জাহান বেগম
নানার নাম: শায়েখ মুহাম্মাদ মুরশিদ মুজাদ্দেদি (রহঃ) ইবনে মুহাম্মাদ আরশাদ ইবনে মুহাম্মাদ ফররুখ ইবনে খাজা মুহাম্মাদ সাইদ ইবনে মুজাদ্দেদ আলফেসানী (রহঃ)

পীর : হযরত শাহ গোলাম আলী (রহঃ)
দাদা পীর: হযরত মির্জা মাজহার জানে জানান (রহঃ)

তরীকাহ; তরিকায়ে নখশবন্দিয়া মুজাদ্দেদিয়া
মাজহাব ; হানাফী
আকিদা: সুন্নী

সন্তান:
১) হযরত শাহ আহমদ সাইদ মুজাদ্দেদী (রহঃ)
২) হযরত শাহ আব্দুল গনি মুজাদ্দেদী (রহঃ)
৩) হযরত শাহ আব্দুল মুগনি মুজাদ্দেদী (রহঃ)

লিখিত কিতাব: হিদায়াত আল তালেবীন

ইন্তেকাল; ৩১ শে জানুয়ারি, ১৮৩৫ ইং (১ লা শাওয়াল, ১২৫০ হিজরী)

মাজার শরীফ : খানকাহ ই মাজহারিয়া, দিল্লী

তথ্যসূত্র : মাকামাতে মাজহারী এবং তাজকিরায়ে মাশায়েখে নখশবন্দিয়া।

(সংগৃহীত)

Comments

comments