খবরের বিস্তারিত...


তিনটি কারণে “ঋণগ্রস্ত ব্যক্তিকে” আল্লাহ্‌ ক্ষমা করেন

জুলাই 23, 2018 আক্বীদা

ණ:আবু কুরায়ব (রঃ)…… আবদুল্লাহ ঈবণ “আমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ- ঋণগ্রস্ত ব্যক্তি ইন্তিকাল করার পর কিয়ামতের দিন তার থেকে ঋণের বদলা আদায় করা হবে। কিন্তু “”তিন”” কারণে ঋণ গ্রস্ত হলে (তার থেকে বদলা নেওয়া হবে না) ।
———–↓————— কারনগুলি পড়ুন ————–…↓——-
(০১) ঐ ব্যক্তি, যে আল্লাহ্‌র দুশমন এবং নিজের দুশমনের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করে।
(০২) ঐ ব্যক্তি যার কাছে কোন এক মুসলমান ইন্তিকাল করে, কিন্তু ঋণ করা ছাড়া তাকে কাফন-দাফন দেওয়ার মত কিছুই সে পায় না,(তাই সে ঋণ করে)।
(০৩) ঐ ব্যক্তি, যে দারিদ্র্যের কারণে কুমার থাকতে আল্লাহকে ভয় পায় । তাই সে ঋণ করে বিয়ে করে, দীনের ওপর কোন দুর্ঘটনার আশংকায় আল্লাহ্‌ তা’আলা কিয়ামাতের দিন এদের পক্ষ থেকে ঋণ পরিশোধ করে দিবেন। ( সুনানু ইবনে মাজাহ শরীফঃ- ২৪৩৫)

<===সুবহানাল্লাহ!!!

Comments

comments