খবরের বিস্তারিত...


শানে ছিরিকোট দরবার ———- কে,এম,নুরুল ইসলাম হুলাইনী

জুলাই 26, 2018 অন্যান্য

শানে ছিরিকোট দরবার

চারণ কবি,

কে,এম,নুরুল ইসলাম হুলাইনী

***********

***********

কামেল মুরশিদ, ছৈয়দ আহমদ
ছিরিকোটি শাহ ।
প্রতিষ্ঠাতা-জামেয়া আহমদিয়া
সুন্নিয়া মাদ্রাসা।
মাদারজাত এক ওলী তাঁরই
যোগ্য ছাহিবজাদা।
হযরত হাফেজ ক্বারী ছৈয়দ
আল্লামা তৈয়ব শাহ ।
রাহনুমায়ে শরিয়ত-তরিকত,
মুর্শিদে বরহক।
পেশোয়ায়ে আহলে ছুন্নাত,
যুগের সংস্কারক।
গাউছে জামান,হাদীয়ে কওম,
রাহনুমায়ে দ্বীন ।
সুন্নিয়তের ঝান্ডা সদা
রেখেছেন উড্ডীন।
“ইসলামী ছাত্রসেনা-
ইয়ে ঈমানী ফৌজ হ্যায়”।
আদেশ দিলেন,
“জরুর মদদ করনা চাহিয়ে”

‘জশনে জুলছ’ প্রবর্তন তাঁর
শ্রেষ্ঠ অবদান।
সুন্নীয়তের প্রকাশণা
মাসিক ‘তরজুমান’।
অগণিত মাদ্রাসা কায়েম
হুজুর কেবলার কীর্তি ।
সুন্নিয়ত মসলক প্রচারের
প্রাতিষ্ঠানিক ভিত্তি।
গেয়ারবী,বারবী শরীফ,
খতমে গাউছিয়া।
বিস্তৃত হয় সিলসিলায়ে
আলীয়া কাদরিয়া।
মজমুয়ায়ে ছালাতে রছুল
অনুবাদ প্রয়াস ।
আলা হযরত বিরচিত
নাত, সালামের বিকাশ ।
তাঁরই জ্যেষ্ঠ ছাহিবজাদা
ছৈয়দ তাহের শাহ ।
রাহবারে সিয়াসত, ছৈয়দ
পীর সাবির শাহ ।
ইশকে রছুল (দ:),দ্বীন-ঈমানের
আলোকবর্তিকা ।
আওলাদে রছুল(দ:) শোভিত
সুন্নীয়ত তরিকা।
শরীয়ত ও তরিকতের এ
ঈমানী বাগান ।
খেদমত আঞ্জাম দিতে কায়েম
করেন আঞ্জুমান।
এ প্রার্থনা রব সকাশে,
যেন কেয়ামত তক ।
সজীব রাখেন এ বাগান ও
সুন্নীয়ত মসলক ।

Comments

comments